Saturday 17 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাকিস্তান সফর বিষয়ে সরকারের সবুজ সংকেত পেয়েছে বিসিবি

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৫ মে ২০২৫ ২১:১০ | আপডেট: ১৬ মে ২০২৫ ০০:১৬

পাকিস্তান সফরে যেতে সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করা হবে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছিল। এবার জানা গেল, সফরের বিষয়ে সরকারের সবুজ সংকেত পেয়েছে বিসিবি। অর্থাৎ বাংলাদেশ ক্রিকেট দলের পাকিস্তান সফরের বিষয়ে তৈরি হওয়া শঙ্কা কেটে গেল অনেকটাই।

ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যম ক্রিকবাজের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে বিষয়টি। সরকারের সবুজ সংকেত পাওয়ার পর এখন বাকি সিদ্ধান্তটা বিসিবির। খেলোয়াড় ও কোচিং স্টাফদের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চায় বিসিবি।

বিজ্ঞাপন

বিসিবির এক কর্মকর্তা ক্রিকবাজকে বলেন, ‘আমরা সরকারের কাছ থেকে সবুজ সংকেত পেয়েছি। যদিও আনুষ্ঠানিক চিঠি এখনো হাতে পাইনি, তবে আশা করছি খুব শিগগিরই তা পাওয়া যাবে। যতদূর জানি, সরকার নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে যে, আমরা পাকিস্তান সফরে যেতে পারব।’

বিসিবি ওই কর্তা আরও বলেন, ‘সরকারি চিঠি পাওয়ার পর আমরা খেলোয়াড়দের সঙ্গে আলোচনা শুরু করব। কারণ আমরা জানতে পেরেছি, নিরাপত্তার কারণ দেখিয়ে কয়েকজন যেতে কিছুটা অনিচ্ছুক। তবে আমরা নিশ্চিত করতে চাই, কাউকেই জোর করা হবে না।’

ভারত-পাকিস্তানের মধ্যকার সংঘাতময় পরিস্থিতির কারণে বাংলাদেশের পাকিস্তান সফরের বিষয়ে ধোঁয়াশা তৈরি হয়। তবে দুই দেশের সংঘাতময় পরিস্থিতি শান্ত হয়ে গেছে।

এদিকে, সংঘাতময় পরিস্থিতি শান্ত হওয়ার পর ভারত তাদের স্থগিত হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শুরু করতে যাচ্ছে। পাকিস্তানও তাদের স্থগিত হয়ে যাওয়া পাকিস্তান সুপার লিগ (পিএসএল) শুরু করতে যাচ্ছে। যেহেতু দুই দেশে ক্রিকেট শুরু হয়েই যাচ্ছে সেক্ষেত্রে সফর নিয়ে ইতিবাচক বিসিবি।

বিজ্ঞাপন

কয়েক দিন বন্ধ থাকার কারণে পিএসএল পিছিয়ে গেছে কিছুটা। ফলে বাংলাদেশ সিরিজের সূচিতেও পরিবর্তন আনেত চায় পিসিবি। পূর্বের সূচি অনুযায়ী বাংলাদেশ-পাকিস্তানের পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি মাঠে গড়ানোর কথা ছিল ২৫ মে, দ্বিতীয়টি ২৭ মে। কিন্তু এই সূচি পরিবর্তন করে পিসিবির পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে, প্রথম ম্যাচটি হবে ২৭ মে। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ যথাক্রমে ২৯ মে ও ১ জুন। শেষ দুই ম্যাচ ৩ ও ৫ জুন। বিসিবি এখনো এই পরিবর্তিত সূচি বিষয়ে কিছু বলেনি।

এদিকে, বাংলাদেশ দল এখন সংযুক্ত আরব আমিরাতে। দুটি টি-টোয়েন্টি খেলতে আরব আমিরাতে পাড়ি জমিয়েছেন ক্রিকেটাররা। সেখানে ১৭ ও ১৯ মে টি-টোয়েন্টি সিরিজের দুটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সবকিছু ঠিক থাকলে সেখান থেকেই পাকিস্তানের বিমান ধরার কথা বাংলাদেশি ক্রিকেটারদের।

সারাবাংলা/এসএইচএস

বাংলাদেশ-পাকিস্তান সিরিজ বিসিবি

বিজ্ঞাপন

আইএসপিএবি’র ভোট শুরু
১৭ মে ২০২৫ ১০:৪৭

আরো

সম্পর্কিত খবর