Monday 07 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এটা ফুটবলের গোল পোস্ট, রাগবি না


২৭ জুন ২০১৮ ২০:০৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আব্দুল আজীজ, সাবেক ফিফা রেফারি

বিশ্বকাপের আগের চারবারের মোকাবেলায় আর্জেন্টিনাকে হারাতে পারে নি নাইজেরিয়া, এবারও পারল না, কোন কিছু পারতে হলে চেষ্টা করতে হয়, খেলা দেখে মনে হল আর্জেন্টিনার ২য় রাউন্ডে যাওয়ার ইচ্ছা থাকলেও নাইজেরিয়ার নাই।

শুরুতে গোল পেয়ে গেলো মেসি। এই বিশ্বকাপের ১০০ তম গোল তবে মেসির প্রথম। বুঝলাম বিশ্বকাপের প্রথম দুই খেলায় মেসি গোল পায় নি তাই বলে নাইজেরিয়া মনে হয় ধরে রেখেছিল এই বিশ্বকাপে মেসি গোল করবে না। এখানে অবশ্য বানেগার প্রশংসা না করলেও হয় না, চমৎকার লম্বা পাস ছিল।

সাম্পাওলি মনে হল ঠিক ফরমেশনটা পেয়ে গেছে। আর্জেন্টিনা প্রথম দুই খেলায় কাঙ্খিত ফলাফল পায়নি দেখে সাম্পাওলিকে অনেক কথা শুনতে হয়েছে তবে আমার তাকে খুব খারাপ কোচ মনে হয় নি। সে ডিফেন্সে ৩ জন খেলিয়েছে এটাই যা ভুল ছিল, ৪-৪-২ কম্বিনেশন এই আর্জেন্টিনা দলের জন্য ঠিক আছে।

বিজ্ঞাপন

নাইজেরিয়া পেনাল্টির মাধ্যমে খেলায় ফিরিয়ে এসেছিল, প্রয়োজনের থেকে আগে গোলটি পেয়েই তাদের কাল হয়েছে, তারা মনে করেছে তারা ২য় পর্বে চলে গেছে। পুরা মিডফিল্ড দিয়ে দিয়েছে আর্জেন্টিনাকে। আমার মনে হচ্ছিল মেসি আরেকটা গোল দিবে, এটা অনেকটা বিশ্বাসও ছিল, তবে গোল দিয়েছে রোহো।

আর হিগুয়েন বরাবরের মত চাপের কাছে নতি স্বীকার করে বলটি আকাশে পাঠিয়ে দিলো। এত বড় পোস্ট থাকতে বলটি আকাশে মারার কি দরকার! এটা ফুটবলের পোস্ট, রাগবি না। নাইজেরিয়ার গোলকিপার একটি ভাল সেভ করেছে, মেসির ফ্রি-কিক টা, আমি গোল বলে চিৎকার দিয়েই ফেলেছিলাম কিন্তু গোল হয় নি।

আর্জেন্টিনার পরের খেলা ফ্রান্সের সাথে। দুই ফেভারিটের মধ্যে উপভোগ্য খেলা হবে আশা রাখি।

শ্রুতিলিখন: রাসয়াত রহমান জিকো

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর