সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে গত বুধবার (১৪ মে) দুই ধাপে দেশ ছেড়েছেন জাতীয় দলের ক্রিকেটাররা। সেদিন সকাল দশটায় প্রথম ধাপে দেশ ছাড়েন ১০ জন ক্রিকেটার। তাদের মধ্যে ছিলেন মাঝপথে পিএসএল ছেড়ে আসা রিশাদ হোসেন ও নাহিদ রানা। বাকিরা বেরিয়ে গেলেও এই দুজন গতকাল (শুক্রবার) রাত পর্যন্ত আটকে ছিলেন দুবাই বিমানবন্দরে। বিসিব সূত্রে জানা গেছে, ইমিগ্রেশন জটিলতায় প্রায় তিন রাত দুবাই বিমানবন্দরেই কাটিয়েছেন এই দুই তরুণ ক্রিকেটার।
ভারত-পাকিস্তান সংঘাত চলাকালীন স্থগিত ঘোষণা করা হয় পিএসএলের দশম আসর। টুর্নামেন্টের মাঝপথে গত ১০ মে দুবাই হয়ে ঢাকায় ফেরেন রিশাদ-নাহিদ। এর চার দিন পর জাতীয় দলের আরব আমিরাত সফরের জন্য আবার দুবাইয়ে পৌঁছান তারা। তবে ঠিক কী কারণে তাদের ইমিগ্রেশনে জটিলতার মুখে পড়তে হয়েছে, সেটা আনুষ্ঠানিকভাবে বিসিবি থেকেও স্পষ্ট করা হয়নি। তবে জানা গেছে, পাকিস্তান থেকে ফেরার পথে কোনো জটিলতাকেই সম্ভাব্য কারণ হিসেবে দেখছে বিসিবির সংশ্লিষ্ট সূত্র।
তিন রাত আটকে থাকার পর এই দুই ক্রিকেটারকে বিমানবন্দর থেকে বের করেছে আমিরাত ক্রিকেট বোর্ড (ইসিবি) ও বাংলাদেশ হাই কমিশন। আটকা থাকায় গত দুই দিনে জাতীয় দলের অনুশীলন মিস করেছেন তারা।
আমিরাতের বিপক্ষে আজ শুরু হচ্ছে বাংলাদেশের দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। আজ বাংলাদেশ সময় রাত ৯টায় শারজা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। একই মাঠে দ্বিতীয় ম্যাচ আগামী সোমবার।
আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশের স্কোয়াড: লিটন দাস (অধিনায়ক) ,শেখ মাহেদী হাসান (সহ-অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, জাকের আলী অনিক, রিশাদ হোসেন , তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা ও শরীফুল ইসলাম।