নারী ফুটবল লিগ খেলতে ভুটানে গিয়েছিলেন বাংলাদেশ ১০ জন ফুটবলার। লিগের মাঝপথে জাতীয় দলের ক্যাম্প শুরু হওয়ায় দেশে ফিরেছেন পাঁচজন। আজ (শনিবার) সকালে ভুটান থেকে ফিরে পিটার বাটলারের ক্যাম্পে যোগ দিয়েছেন ঋতুপর্না চাকমা, রুপনা চাকমা, শামসুন্নাহার, মনিকা চাকমা ও মারিয়া মান্দা। কিন্তু জাতীয় দলের প্রস্তুতি ক্যাম্পে জায়গা হয়নি ভুটানে থাকা সাবিনা খাতুন-মাসুরা পারভীনদের।
আসন্ন জুনে মিয়ানমারে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের আগে জর্ডানে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। প্রস্তুতিমূলক এই টুর্নামেন্ট খেলতে আগামী ২৭ মে জর্ডানে রওনা হবেন ফুটবলাররা।
মূলত এই ত্রিদেশীয় সিরিজের জন্যই ভুটানের লিগ খেলতে যাওয়া ১০ নারী ফুটবলার থেকে পাঁচ জনকে ডেকেছেন বাটলার। ক্যাম্পে জায়গা না পাওয়াদের তালিকায় আছেন চার সিনিয়র সাবিনা খাতুন, মাসুরা পারভীন, সানজিদা আক্তার ও কৃষ্ণা রাণী সরকার। এছাড়া বাটলারের ডাক পাননি মাতসুশিমা সুমাইয়াও।
এই পাঁচজন জড়িত ছিলেন চলতি বছরের শুরুর কোচ বিদ্রোহে। বাটলারের বিপক্ষে গিয়ে আন্দোলন, ম্যাচ ও অনুশীলন বয়কট করেন তারা। এমনকি হুমকিও দিয়ে রাখেন, বাটলারের অধীনে খেলার চেয়ে অবসরকেই শ্রেয় মনে করেন তারা। এই জেরে বিদ্রোহী ১৮ ফুটবলারকে ছাড়াই তরুণ এক দল নিয়ে আরব আমিরাতে খেলে এসেছেন বাটলার। পরবর্তীতে বাফুফের টানা চেষ্টা আর দুই পক্ষের সাথে আলোচনার পর নারী ফুটবলাররা অনুশীলনে ফেরার কথা জানান। বাটলারও শিষ্যদের সাথে মান-অভিমান ভুলে একসাথে কাজ করার কথা জানান। যদিও এবারের প্রস্তুতি ক্যাম্পে পাঁচ ফুটবলারের না থাকা সেই পুরনো প্রশ্নেরই যোগান দিচ্ছে।