।। স্পোর্টস ডেস্ক ।।
গতবারের চ্যাম্পিয়ন জার্মানির মুখোমুখি হয়েছে দক্ষিণ কোরিয়া। বাংলাদেশ সময় রাত ৮টায় কাজান স্টেডিয়ামে নেমেছে জার্মানি-দক্ষিণ কোরিয়া। একই সময়ে গ্রুপ ‘এফ’র অন্য ম্যাচে ইয়েকাতেরিনবুর্গে মেক্সিকোর বিপক্ষে মাঠে নেমেছে সুইডেন। দুটি ম্যাচের প্রথমার্ধে গোল পায়নি কোনো দলই।
এরই মধ্যে গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে দক্ষিণ কোরিয়ার। অন্যদিকে, শেষ ষোলোতে যেতে লড়াই চলছে মেক্সিকো, জার্মানি আর সুইডেনের। এখন পর্যন্ত গ্রুপ পর্বের দুটি খেলা শেষে মেক্সিকোর পয়েন্ট ৬, জার্মানি আর সুইডেনের সংগ্রহে আছে ৩ পয়েন্ট। আর দুটি ম্যাচেই হেরে যাওয়া কোরিয়ার পয়েন্ট শূন্য। তাই শেষ ষোলো নিশ্চিত করতে লড়াই করছে মেক্সিকো, জার্মানি আর সুইডেন।
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জার্মানির বিপক্ষে ম্যাচের শুরু থেকেই চাপে পড়ে কোরিয়ানরা। ম্যাচের ১৪ মিনিটের মাথায় কোরিয়ান ডিফেন্ডারের কাছ থেকে বল কেড়ে নেন লিয়ন গোরেতজকা। গোলবারের বামপ্রান্ত থেকে সতীর্থের দিকে বল বাড়িয়ে দিলেও কোরিয়ান ডিফেন্ডারের পায়ে বল বাইরে চয়ে যায়। ১৮ মিনিটের মাথায় সামি খেদিরার ভয়ঙ্কর ট্যাকলে জার্মানির ডি-বক্সের ঠিক বাইরে ফ্রি-কিক পায় কোরিয়া। শট নেন জং উ ইয়ং, জার্মান গোলরক্ষক ম্যানুয়েল ন্যুয়ের এই জোরালো শট রুখে দিলেও বল নিজের নিয়ন্ত্রণে রাখতে পারেননি। বক্সে থাকা কোরিয়ান অধিনায়ক সন হেং মিন দ্বিতীয়বার বলে শট নেওয়ার আগেই অবশ্য ঝাঁপিয়ে পড়ে ক্লিয়ার করেন ন্যুয়ের। নিশ্চিত গোল হজমের হাত থেকে রক্ষা পায় জার্মানরা।
২৬ মিনিটের মাথায় আবারো বেঁচে যায় জার্মানরা। কোরিয়ান অধিনায়ক সন হেং মিনের জোরালো শট গোলবারের উপর দিয়ে চলে গেলে হতাশা বাড়ে। ৩৩ মিনিটের মাথায় মার্কো রিউসের দারুণ শট আটকে যায় কোরিয়ার এক ডিফেন্ডারের পায়ে লেগে। ৩৯ মিনিটে রিউসের আরেকটি সহজ সুযোগ নষ্ট হয়। পরের মিনিটে ম্যাট হুমেলসের দুর্বল শট সামনে দাঁড়ানো কোরিয়ান গোলরক্ষকের আটকে দিতে সমস্যা হলেও কোনো বিপদ ঘটেনি।
প্রথমার্ধের বাকি সময়ে কোনো গোল না হলে সমতা নিয়ে বিরতিতে যায় দুই দল।
প্রথম ম্যাচে মেক্সিকোর বিপক্ষে ১-০ গোলে হেরে চাপে পড়েছিল জার্মানি। তবে দ্বিতীয় ম্যাচে সুইডেনকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলোর আশা বাঁচিয়ে রাখে গতবারের চ্যাম্পিয়নরা। তবে পরের রাউন্ডে যেতে জয় তুলে নিতে হবে জার্মানদের। আরো একটা পথ থাকছে জার্মানদের জন্য। মেক্সিকোর কাছে সুইডেন হারলে, সেক্ষেত্রে শুধু ড্র করলেই দ্বিতীয় রাউন্ডে চলে যাবে জার্মানি।
বিশ্বকাপের সবচেয়ে সফলতম দলগুলোর একটি জার্মানি। সর্বশেষ চার আসরে অন্তত সেমিফাইনাল খেলেছে, এবারও যে তেমন কিছু হবে সেটা নিয়ে বাজি ধরাই যায়। বিশ্বকাপে ১৮ বার অংশ নিয়ে ১৩ বার সেমিফাইনাল আর ৮ বার ফাইনাল খেলে ৪ বার ( ১৯৫৪, ১৯৭৪, ১৯৯০, ২০১৪) শিরোপা জিতেছে জার্মানরা।
অন্যদিকে, এবারের আসরে একটিও জয় পায়নি দক্ষিণ কোরিয়া। কোরিয়ানদের বিশ্বকাপ মানেই সেই ২০০২ সালের স্মৃতি। নিজ দেশে সেবার তারা চলে গিয়েছিল সেমিফাইনাল পর্যন্ত। এরপর প্রতিবারই তারা বিশ্বকাপ খেলেছে। এশিয়া থেকে সবচেয়ে বেশি বার বিশ্বকাপে অংশ নিয়েছে কোরিয়া।
সারাবাংলা/এমআরপি