ফর্টিস এফসির বিপক্ষে আবাহনী হারলেই এবারের মৌসুমের প্রিমিয়ার লিগ জিতবে মোহামেডান, এমনই ছিল সমীকরণ। অবশেষে আজ (শনিবার) সেটাই হলো। ফর্টিসের বিপক্ষে আবাহনীর ২-১ ব্যবধানের হারে পেশাদার লিগের স্বীকৃতি পাওয়ার পর প্রথমবার বিপিএল জিতল মোহামেডান। কুমিল্লার ভাষাসৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ফর্টিসের পাওয়া এই জয়ে শিরোপা নিশ্চিত হওয়াতে ঢাকায় বসেই উদযাপনের প্রথম ভাগটা সেরে রাখলেন মোহামেডানের ফুটবলার-কর্মকর্তারা।
২০০৭ সালে পেশাদার হিসেবে স্বীকৃতি পায় বাংলাদেশ প্রিমিয়ার লিগ। এরপর একে একে কেটে গেছে দীর্ঘ সময়, তবুও শিরোপা জেতা হয়নি মোহামেডানের। আজ সেই ভুলতে বসা সাফল্যের স্বাদ পেল ক্লাবটি। যদিও শীর্ষ লিগের হিসেবে সর্বশেষ ২০০২ সালের পর এবারই প্রথম লিগ জিতল তারা।
শিরোপা জয়ী এই মৌসুমে দুর্দান্ত এক যাত্রা চলেছে মোহামেডানের। ১৫ ম্যাচে ১২ জয়, ২ ড্র ও একটি হারে মোহামেডানের সংগ্রহ ৩৮ পয়েন্ট। তাদের নিকট প্রতিন্দ্বন্দ্বী আবাহনীর সাথে তাদের পয়েন্ট ব্যবধান ১০। ১৫ ম্যাচে ২৮ পয়েন্ট আবাহনীর। আজকে মৌসুমে তাদের তৃতীয় হারে তিন ম্যাচে আগেই লিগ নিশ্চিত হল মোহামেডানের।
কুমিল্লার মাঠে প্রথমেও গোল করে এগিয়ে যায় ফর্টিস। এরপর বৃষ্টি আর বজ্রপাতের জন্য খেলাও বন্ধ থাকে বেশ কিছুক্ষন। আবার খেলা শুরুর পর লাল কার্ড দেখেন ফর্টসিএর মঞ্জুর রহমান। দশ জনের দল হলেও ব্যবধান দ্বিগুণ করে ফেলে পয়েন্ট টেবিলের সপ্তম দল ফর্টিস। ৮০ মিনিটে আবাহনীর হয়ে খেলা জাতীয় দলের মিডফিল্ডার মোহাম্মদ হৃদয় এক গোল শোধ করলেও শেষ পর্যন্ত হার নিয়েই মাঠ ছাড়তে হয়ে তাদের। ।
ফর্টিসের হয়ে ১৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন গাম্বিয়ার ফরোয়ার্ড পা ওমার বাবু। ডি বক্সে ফাউলের শিকার হন তিনি। এরপর ৭৮ মিনিটে দুরপাল্লার শটে মিতুল মারমাকে পরাস্ত করে ব্যবধান দ্বিগুণ করে সাজেদ জুম্মন নিঝুম।