ট্র্যাকে প্রথমবার দৌড়ে বাজিমাত রউফের
২২ ডিসেম্বর ২০১৭ ২০:৫৮
স্টাফ করেসপন্ডেন্ট
এম. আব্দুর রউফ। অ্যাথলেটাঙ্গনে নামটা একটু অপরিচিত। প্রথমবারের মতো অংশ নিলেন ২০০ মিটার ট্র্যাকে। নেমেই বাজিমাত করলেন। স্বর্ণ জিতে নিজের ক্যারিয়ারও শুরু করেছেন নৌবাহিনীর এই খেলোয়াড়।
আজ শুক্রবার (২২ ডিসেম্বর) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু হওয়া এনআরবি কমার্শিয়াল ব্যাংক ৪১তম জাতীয় অ্যাথলেটিকস প্রতিযোগিতার প্রথমদিনে স্বর্ণ জিতে নিয়েছেন রউফ।
২১.৯০ সেকেন্ড সময় নিয়ে প্রথমস্থান হয়েছেন তিনি। ২২.০৫ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় হয়েছেন সেনাবাহিনীর শরীফুল ইসলাম। ২২.১৯ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় হয়েছেন বাংলাদেশ জেলের সাইফুল ইসমাইল খান।
এই প্রথম ইকেল্ট্রনিক টাইমিংয়ের অভিজ্ঞতা নিয়ে খুশি রউফ। জানালেন, ‘ইলেক্ট্রনিক টাইমিংয়ে আমাদের দেশের অ্যাথলেটরা বিদেশের মাটিতে ২০০ মিটারে ২২ সেকেন্ড সময় নেন। আমি এর নিচে করতে পেরে ভালো লাগছে।’
তবে এখানেই থেমে থাকতে চাননা নতুন চ্যাম্পিয়ন, `ভালো লাগছে। আল্লাহর রহমতে ভাল করতে পারছি। এটার অবদান আমার কোচ। আমাকে সাপোর্ট করছে বাংলাদেশ নৌবাহিনী। আমিতো প্রফেশনাল খেলোয়াড় না বাংলাদেশ নৌবাহিনীর নিজস্ব প্লেয়ার। তারা টেক কেয়ার করছে তাই রেজাল্টটা বেরিয়ে আসছে। ভালো ট্রেনিং পাইলে এর থেকেও ভালো করা সম্ভব।’
সারাবাংলা/জেএইচ