আগের দিন বাংলাদেশ দলের হয়ে আলো ছড়িয়েছেন মোস্তাফিজুর রহমান। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে গতকাল দুর্দান্ত বোলিং করেছেন মোস্তাফিজ। ডেথ ওভারে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে তিনশ ডেথ বল করার রেকর্ডও গড়েছেন। পরের দিনই অর্থাৎ আজ আইপিএল খেলতে নেমে পড়লেন বাংলাদেশি পেসার।
চলতি আইপিএলের ৬০তম ম্যাচে গুজরাট টাইটান্সের মুখোমুখি হয়েছে দিল্লি ক্যাপিটালস। দিল্লির হয়ে মাঠ নামছেন মোস্তাফিজ। ভারত-পাকিস্তানের সংঘাতময় পরিস্থিতির কারণে আইপিএলের চলতি আসর বন্ধ হয়ে পরেছিল। কয়েক দিনের বিরতিতে সেটা শুরু হলেও বেশ কিছু বিদেশি ক্রিকেটার আইপিএল খেলতে যাননি।
শূন্যস্থান পূরণ করতে মোস্তাফিজুর রহমানকে দলে নিয়েছে দিল্লি। আজ তাকে রেখেই একাদশ সাজিয়েছে আইপিএলের দলটি।
সংযু্ক্ত আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশের সিরিজ এখনো শেষ হয়নি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে সিরিজের প্রথম ম্যাচ খেলে আইপিএলে যোগ দেওয়ার অনুমতি পেয়েছেন মোস্তাফিজ। সে হিসেবে গতকাল আরব আমিরাতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি খেলার পর ভারতের বিমান ধরেছিলেন। আজ মাঠে নেমে পড়লেন বাংলাদেশি পেসার।
মোস্তাফিজ এখন পর্যন্ত আইপিএলে ৫৭ ম্যাচ খেলেছেন। ২৮.৮৮ গড় ও ৮.১৪ ইকোনমিতে ৬১ উইকেট শিকার করেছেন বাংলাদেশি পেসার। দিল্লিতে এবার দ্বিতীয়বারের মতো খেলতে গেছেন। এর আগে ২০২২-২৩ মৌসুমেও ফ্র্যাঞ্চাইজিটির হয়ে খেলেছেন মোস্তাফিজ।