দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ ক্রিকেট দল এই মুহূর্তে সংযুক্ত আরব আমিরাত সফর করছে। একদিন আগে প্রথম টি-টোয়েন্টিতে বড় জয় পেয়েছে বাংলাদেশ। সেই ম্যাচে তরুণ ওপেনার পারভেজ হোসেন ইমনের দুর্দান্ত সেঞ্চুরির সঙ্গে জয়ে ভূমিকা রেখেছিল মোস্তাফিজুর রহমানের দাপুটে বোলিংও। মোস্তাফিজ তারপর থেকে দলের সঙ্গে নেই।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলতে ভারতে চলে গেছেন বাংলাদেশি পেসার। গতকাল দিল্লির হয়ে একটা ম্যাচ খেলেও ফেলেছেন মোস্তাফিজ। আজ রাতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটা খেলতে নামবে বাংলাদেশ। প্রশ্ন হচ্ছে মোস্তাফিজের শূন্যতায় কেমন একাদশ বেছে নিবে বাংলাদেশ?
প্রথম ম্যাচ মোস্তাফিজুর রহমানসহ তিন পেসার নিয়ে একাদশ সাজিয়েছিল বাংলাদেশ। অপর দুই পেসার ছিলেন হাসান মাহমুদ ও তানজিম হাসান সাকিব। মোস্তাফিজের সঙ্গে তানজিম ও হাসান দুজনেই ভালো বোলিং করেছেন।
এদিকে, দ্বিতীয় ম্যাচের আগে খেলার জন্য প্রস্তুত অপর পেসার নাহিদ রানা ও স্পিনার রিশাদ হোসেন। দ্বিতীয় ম্যাচে মোস্তাফিজের জায়গায় তাই নাহিদ রানা এগিয়ে থাকবেন একাদশে সুযোগ পাওয়ার ক্ষেত্রে। স্কোয়াডে থাকা অপর পেসার শরিফুল ইসলামও সম্প্রতি দারুণ ফর্মে আছেন। নতুন বলে দারুণ কার্যকারী শরিফুলের কথাও ভাবতে পারে টিম ম্যানেজমেন্ট।
অথবা একাদশে রিশাদ হোসেনকে জায়গা করে দিতে একজন পেসার কমানোর সিদ্ধান্তও নিতে পারে বাংলাদেশ। টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়কের দায়িত্ব পাওয়া শেখ মাহেদি প্রথম ম্যাচে ছিলেন পুরোপুরি নিস্কৃয়। খুব একটা ভালো বোলিং করতে পারেননি স্পিনার তানভীর ইসলামও। রিশাদকে জায়গা করে দিতে কোপটা এই দুজনের ওপরও পড়তে পারে।
শেষ পর্যন্ত কেমন একাদশ বেছে নিবে বাংলাদেশ সেটা নিশ্চিত হতে টস পর্যন্ত অপেক্ষা করতেই হবে। আজ বাংলাদেশ সময় রাত ৯টায় মাঠে নামবে বাংলাদেশ-আরব আমিরাত। টস হওয়ার কথা রাত সাড়ে ৮টায়।
এদিকে, দুই ম্যাচ খেলতে আরব আমিরাতে গেলেও সিরিজের একটা ম্যাচ বাড়ানোর আহ্বান জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সংযুক্ত আরব আমিরাতও নাকি এই প্রস্তাবে ইতিবাচক। সবকিছু ঠিক থাকলে দুই ম্যাচের জায়গায় সিরিজ হবে তিন ম্যাচের।
দ্বিতীয় টি-টোয়েন্টির জন্য বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক), তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, জাকের আলী অনিক (উইকেটরক্ষক), শেখ মাহেদি হাসান, তানভীর ইসলাম, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ ও নাহিদ রানা।