Monday 04 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পিএসএল থেকে এবার ডাক পেলেন মিরাজ, বিসিবির অনুমতির অপেক্ষা

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৯ মে ২০২৫ ১৩:৪৬ | আপডেট: ১৯ মে ২০২৫ ১৬:৪৬

এবার পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে ডাক পেলেন বাংলাদেশের আরেক ক্রিকেটার মেহেদি হাসান মিরাজ। লাহোর কালান্দার্স থেকে ডাক পেয়েছেন বাংলাদেশি অলরাউন্ডার। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে অনাপত্তিপত্র চেয়ে আবেন করেছেন মিরাজ। অনুমতি পেলে দ্রুত পাকিস্তানের উদ্দেশ্যে রওনা দিবেন তরুণ অলরাউন্ডার।

চলতি পিএসএলে খেলে এসেছেন বাংলাদেশের দুই ক্রিকেটার নাহিদ রানা ও রিশাদ হোসেন। সংযুক্ত আরব আমিরাত সিরিজ খেলতে পিএসএলে আর যাওয়া হয়নি এই দুই ক্রিকেটারের। তারপর বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান গেছেন পিএসএলে।

লাহোর কালান্দার্সের সঙ্গে চুক্তি করেছেন সাকিব। এর আগে রিশাদ হোসেনও খেলে এসেছেন লাহোর কালান্দার্স থেকে। মেহেদি হাসান মিরাজও ডাক পেলেন সেই লাহোর থেকেই।

বিজ্ঞাপন

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ব্যবস্থাপক শাহরিয়ার নাফীস জানিয়েছেন, আজ সকালে পিএসএল খেলতে যেতে অনাপত্তিপত্র চেয়ে বোর্ডের কাছে আবেদন করেছেন মিরাজ।

মিরাজ অনুমতি পাবেন বলেই শোনা যাচ্ছে। কারণ এই মুহূর্তে বাংলাদেশ দল সংযুক্ত আরব আমিরাতে টি-টোয়েন্টি সিরিজ খেলছে। মিরাজ টি-টোয়েন্টি দলে নেই। ফলে মিরাজকে পিএসএলে পাঠানোর বিষয়ে ইতিবাচক বিসিবি।

এপ্রিলে আইসিসির মাসসেরা পুরস্কার জেতা মিরাজ গত বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন। এর আগে কখনো বিদেশি টি-টোয়েন্টি লিগ না খেলা মিরাজ এই ফরম্যাটে সব মিলিয়ে ১৫৩ ম্যাচ খেলে ৭.৫৫ ইকোনমিতে ১০৭ উইকেট নেওয়ার পাশাপাশি রান করেছেন ২ হাজার ৯৯।

সারাবাংলা/এসএইচএস

পিএসএল মেহেদি হাসান মিরাজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর