Monday 19 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সেঞ্চুরি করে পরের ম্যাচে একাদশে নেই ইমন

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৯ মে ২০২৫ ২১:৫৮ | আপডেট: ১৯ মে ২০২৫ ২২:০৫

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে দুর্দান্ত একটা সেঞ্চুরি করেছেন পারভেজ হোসেন ইমন। বাংলাদেশি ব্যাটারদের মধ্যে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কা হাঁকানোর রেকর্ড গড়েছিলেন ইমন। কিন্তু আজ সিরিজের দ্বিতীয় ম্যাচে একাদশে নেই ইমন!

আজ সোমবার (১৯ মে) শারজায় টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-সংযুক্ত আরব আমিরাত। দ্বিতীয় ম্যাচে টসের আগে পারভেজ হোসেন ইমন ব্রডকাস্টারদের দেওয়া সাক্ষাৎকারে বলছিলেন, আজকের ম্যাচেও সেরা ক্রিকেট খেলতে চান। কিন্তু টসের পর জানা গেল একাদশে থাকছেন না ইমন।

বিজ্ঞাপন

পরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক বিবৃতিতে বলা হয়েছে চোটের কারণে আজকের ম্যাচ খেলা হচ্ছে না ইমনের। গত ম্যাচে ব্যাটিংয়ের সময় পায়ের গোড়ালিতে চোট পেয়েছিলেন। পরে ফিল্ডিংও করেননি তিনি।

চোট থেকে অনেকটা সেরে উঠেছিল অবশ্য। তবে বাড়তি সাবধানতার জন্য ইমনকে খেলায়নি বাংলাদেশ। বিসিবির বিবৃতিতে বলা হয়েছে, ‘আজকে একটি ফিটনেস টেস্ট দিয়েছে পারভেজ এবং একাদশে থাকার অনুমতিও পেয়েছে। তবে সতর্কতা বিবেচনায় রেখে তাকে পুরোপুরি সুস্থ হতে বাড়তি সময় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট। তাই আজকের ম্যাচের একাদশে রাখা হয়নি তাকে।’

গত ম্যাচে ৫টি চার ৯টি ছক্কার সাহায্যে ৫৩ বলে সেঞ্চুরি করেছেন পারভেজ হোসেন ইমন। অবশ্য আউট হয়েছেন তার পরের বলেই। তামিম ইকবালের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সেঞ্চুরি পেয়েছেন পারভেজ হোসেন।

সারাবাংলা/এসএইচএস

পারভেজ হোসেন ইমন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর