পারভেজ হোসেন ইমনের দুর্দান্ত সেঞ্চুরিতে সিরিজের প্রথম ম্যাচে দুইশর কাছাকাছি স্কোর গড়েছিল বাংলাদেশ। ইনজুরির কারণে আজ দ্বিতীয় ম্যাচে সেই ইমন নেই। তবে বাংলাদেশের কিন্তু তাতে খুব একটা সমস্যা হলো না। আরেক তরুণ ওপেনার তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, নাজমুল হোসেন শান্তদের ব্যাটে বিশাল স্কোর গড়েছে বাংলাদেশ।
সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে ২০৫ রান তুলেছে বাংলাদেশ। এই ফরম্যাটে এটা বাংলাদেশের চতুর্থ সর্বোচ্চ সংগ্রাহ। টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ স্কোর ২১৫।
টস হেরে ব্যাটিং করতে নামা বাংলাদেশ লিটন দাস ও তানজিদ হাসান তামিমের ওপেনিং জুটিতে ৯ ওভারেই তুলেছে ৯০ রান। মাঝের ওভারগুলোতে ব্যাটে ঝড় তুলেছিলেন তাওহিদ হৃদয়। দারুণ একটা ক্যামিও ইনিংস খেলেছেন জাকের আলী অনিক। সব মিলিয়ে বিশাল স্কোর পেয়েছে বাংলাদেশ।
সোমবার (১৯ মে) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাটিং করার আমন্ত্রণ পায় বাংলাদেশ। ইনজুরির কারণে আগের ম্যাচের সেঞ্চুরিয়ান পারভেজ হোসেন ইমন আজ মাঠে নামতে পারেননি। তবে অপর ওপেনার তানজিদ হাসান তামিম সেই শূন্যতাটা শুরুতে বুঝতে দেননি।
ইনিংসের শুরু থেকেই চালিয়ে খেলতে থাকা তামিম লিটন দাসের সঙ্গে প্রথম ৯.১ ওভারে তোলেন ৯০ রান। হাঁকাতে গিয়ে যখন আউট হলেন তখন তার নামের পাশে ৩৩ বলে ৫৯ রান। চার হাঁকিয়েছেন ৮টি, আর ছক্কা ৩টি। অনেকদিন অফ ফর্মে থাকা লিটনের জন্য আজ বড় সুযোগ ছিল। ক্রিজে সেটও হয়েছিলেন। কিন্তু রানের গতি বাড়াতে গিয়ে আউট হয়েছেন ৩২ বলে ৪০ রান করে।
মাঝের ওভারগুলোতে দারুণ একটু জুটি গড়েছেন নাজমুল হোসেন শান্ত ও তাওহিদ হৃদয়। পারভেজ হোসেন ইমনের ইনজুরিতে একাদশে ডাক পাওয়া শান্তর ইনিংসটা অবশ্য বড় হয়নি। তবে তার ১৯ বলে ২৭ রানের ইনিংসটাতে মিডিল ওভারে বাংলাদেশকে স্বাচ্ছন্দ দিয়েছে বেশ।
ছক্কা মেরে হাফ সেঞ্চুরি পূর্ণ করতে চাওয়া হৃদয় শেষ পর্যন্ত আউট হয়েছেন ৪৬ রান করে। তার ২৪ বলের ইনিংসটিতে চারের মার ৩টি, ছক্কা ২টি। শেষ দিকে জাকের আলী অনিক মাত্র ৬ বলে ২ ছক্কা, ১ চারে ১৮ রান করে বাংলাদেশকে দুইশ’র ওপারে নিয়েছেন।
২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০৫ রানে থেমেছে বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতের হয়ে ৩ উইকেট নিয়েছেন মোহাম্মদ জাওয়াদউল্লাহ।