Tuesday 20 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২০৫ রান তুলেও টি-টোয়েন্টিতে আমিরাতের বিপক্ষে হারল বাংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট
২০ মে ২০২৫ ০২:৫১

অবিশ্বাস্য বলা চলে! আগে ব্যাটিং করে ২০৫ রান তুলেছিল বাংলাদেশ। এতো বড় রানের পাহাড় নিয়েও কিনা সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে হেরে গেল বাংলাদেশ! টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে আমিরাতের বিপক্ষে আজ ২ উইকেটে হেরেছে বাংলাদেশ।

এই ফরম্যাটের ক্রিকেটে আমিরাতের এটা সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড। অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম শুরুতে ব্যাট হাতে বাংলাদেশের বোলারদের কচুকাটা করেছেন। পরে অবশ্য ম্যাচে ছিল বাংলাদেশ। কিন্তু শেষ দিকে বোলিং আর ফিল্ডিংটা এমন হযবরল হলো যে লজ্জার হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে বাংলাদেশকে। এই হারে তিন ম্যাচ টি-টোয়েন্টির সিরিজে এখন ১-১ সমতা। সিরিজের প্রথম ম্যাচে জিতেছিল বাংলাদেশ।

বিজ্ঞাপন

সোমবার (১৯ মে) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের ২০৫ রানের জবাব দিতে নেমে আরব আমিরাতের শুরুটা হয়েছে উড়ন্ত। আগের ম্যাচেও শুরুতে বাংলাদেশি বোলারদের কাঁদানো মোহাম্মদ ওয়াসিম আজ বাংলাদেশকে রীতিমতো ধসিয়ে দিয়েছেন।

১০ ওভারের উদ্বোধনী জুটিতে ১০৭ রান তুলে জয়ের ভীত গড়েন আমিরাতের দুই ওপেনার। মোহাম্মদ জোহাইব ৩৮ রান করে ফিরলে এই জুটি ভাঙে। এরপর নিয়মিত বিরতিতে উইকেট তুলে নিয়ে ম্যাচে ফিরেছিল বাংলাদেশ। অবশ্য ওয়াসিম যতক্ষণ ক্রিজে ছিলেন ততোক্ষণ কচুকাটা করেছেন বাংলাদেশি বোলারদের।

মাত্র ৪২ বলে ৯টি চার ৫টি ছক্কায় ৮২ রান করে মোহাম্মদ ওয়াসিম যখন ফিরলেন তখন আরব আমিরাতের রান ১৪৮। শেষ দিকে বাংলাদেশের দিকেই ম্যাচর পাল্লা ভারি ছিল। শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব শেষ দুই ওভারে যেভাবে বোলিং আর ফিল্ডিং করেছেন তাতে লজ্জার হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে বাংলাদেশকে।

বিজ্ঞাপন

১ বল বাকি থাকতে ২ উইকেটের জয় নিশ্চিত করেছে সংযুক্ত আরব আমিরাত।

এর আগে  টস হেরে প্রথমে ব্যাটিং করার আমন্ত্রণ পায় বাংলাদেশ। ইনজুরির কারণে আগের ম্যাচের সেঞ্চুরিয়ান পারভেজ হোসেন ইমন আজ মাঠে নামতে পারেননি। তবে অপর ওপেনার তানজিদ হাসান তামিম সেই শূন্যতাটা শুরুতে বুঝতে দেননি।

ইনিংসের শুরু থেকেই চালিয়ে খেলতে থাকা তামিম লিটন দাসের সঙ্গে প্রথম ৯.১ ওভারে তোলেন ৯০ রান। হাঁকাতে গিয়ে যখন আউট হলেন তখন তার নামের পাশে ৩৩ বলে ৫৯ রান। চার হাঁকিয়েছেন ৮টি, আর ছক্কা ৩টি। অনেকদিন অফ ফর্মে থাকা লিটনের জন্য আজ বড় সুযোগ ছিল। ক্রিজে সেটও হয়েছিলেন। কিন্তু রানের গতি বাড়াতে গিয়ে আউট হয়েছেন ৩২ বলে ৪০ রান করে।

মাঝের ওভারগুলোতে দারুণ একটু জুটি গড়েছেন নাজমুল হোসেন শান্ত ও তাওহিদ হৃদয়। পারভেজ হোসেন ইমনের ইনজুরিতে একাদশে ডাক পাওয়া শান্তর ইনিংসটা অবশ্য বড় হয়নি। তবে তার ১৯ বলে ২৭ রানের ইনিংসটাতে মিডিল ওভারে বাংলাদেশকে স্বাচ্ছন্দ দিয়েছে বেশ।

ছক্কা মেরে হাফ সেঞ্চুরি পূর্ণ করতে চাওয়া হৃদয় শেষ পর্যন্ত আউট হয়েছেন ৪৬ রান করে। তার ২৪ বলের ইনিংসটিতে চারের মার ৩টি, ছক্কা ২টি। শেষ দিকে জাকের আলী অনিক মাত্র ৬ বলে ২ ছক্কা, ১ চারে ১৮ রান করে বাংলাদেশকে দুইশ’র ওপারে নিয়েছেন।

২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০৫ রানে থেমেছে বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতের হয়ে ৩ উইকেট নিয়েছেন মোহাম্মদ জাওয়াদউল্লাহ।

সারাবাংলা/এসএইচএস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর