দলের সেরা ফুটবলারের গায়েই সাধারণত ১০ নম্বর জার্সিটা ওঠে। বার্সেলোনায় দীর্ঘ দিন ১০ নম্বর ছিল লিওনেল মেসির জার্সির পেছনে। ২০০৮-০৯ মৌসুম থেকে ২০২০-২১ মৌসুম পর্যন্ত বার্সার নাম্বার টেন ছিলেন এই আর্জেন্টাইন কিংবদন্তি। এই জার্সি গায়েই একের পর এক রেকর্ড আর ইতিহাস গড়ে নিজেকে নিয়ে গেছেন সেরাদের কাতারে। তাই তার রেখে যাওয়া ১০ নম্বর জার্সির ভারটা নেয়ার জন্য যোগ্য কাউকেই খুঁজছিল বার্সেলোনা।
মেসি ক্লাব ছাড়ার পর বার্সার নাম্বার টেন জার্সি ওঠে সম্ভাবনাময় আনসু ফাতির গায়ে। মেসির বিকল্প হয়ে ওঠার সম্ভাবনা দেখতে পেয়েই সিদ্ধান্ত নেয় বার্সেলোনা। কিন্তু শেষ পর্যন্ত হল বিপরীত। নিজের শুরুর ঝলক হারিয়ে ফেললেন এই স্প্যানিশ তরুণ। চোট, অফ-ফর্ম মিলিয়ে তার জায়গা হয় ব্রাইটনে। লোনে সেখানে খেলে আবারও ক্লাবে ফিরেছেন এই উইঙ্গার। চলতি মৌসুমে বার্সার নাম্বার টেনে খেলেছেন মাত্র ১০ ম্যাচ। স্পষ্টতই বার্সেলোনার ১০ নম্বর জার্সির ভারটা আর বইতে পারছেন না তিনি।
একাধিক স্প্যানিশ সংবাদমাধ্যম জানাচ্ছে, আগামী মৌসুম থেকে বার্সেলোনার ১০ নম্বর জার্সিটা পাচ্ছেন তরুণ সেনসেশন লামিন ইয়ামাল। আরও জানা গেছে, আগামী ১০ জুলাই ইয়ামালের ১৮-তম জন্মদিনে তাকে এই আইকনিক জার্সি তুলে দিতে চায় ক্লাবটি।
এই তরুণ বয়সেই অসামান্য সব অর্জনে অবদান রেখেছেন ইয়ামাল। এই মৌসুমে বার্সার হয়ে জিতেছেন ঘরোয়া ট্রেবল; স্প্যানিশ সুপার কাপ, কোপা দেল রে ও লা লিগা। দলীয় এই সফলতার যাত্রায় ব্যক্তিগত পারফরম্যান্সেও উজ্জল ইয়ামাল। ৫৪ ম্যাচে ১৮ গোল ও ২৫টি অ্যাসিস্ট করেছেন তিনি। এবারের ব্যালন ডি ওর জয়ীদের সম্ভাব্য তালিকাতেও হয়তো থাকবেন।