Tuesday 20 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এক আইপিএলে তিনবার নিয়ম ভঙ্গ, এবার নিষিদ্ধ দিগভেশ

স্পোর্টস ডেস্ক
২০ মে ২০২৫ ১৭:০৩

তর্কে জড়িয়ে পড়েন দিগভেশ ও অভিষেক

চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মাঠে তৃতীয়বারের মতো নিয়ম পরিপন্থী কাজ করলেন লখনৌ সুপার জায়ান্টসের লেগ স্পিনার দিগভেশ রাঠি। সর্বশেষ গতকাল (সোমবার) সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ম্যাচে অভিষেক শর্মার উইকেট নিয়ে উদযাপনের পর তর্কে জড়িয়ে এক ম্যাচ নিষিদ্ধ হয়েছেন তিনি। পাঁচটি ডিমেরিট পয়েন্ট হওয়াতে এই নিষেধাজ্ঞায় পড়েছেন তিনি।  এর সাথে ম্যাচ ফির ৫০% আর্থিক জরিমানাও হয়েছে তার।

বিজ্ঞাপন

লখনৌর দেয়া ২০৬ রানের লক্ষ্যে তখন ব্যাট করছে সানরাইজার্স। অষ্টম ওভারে ব্যাট করছিলেন অভিষেক শর্মা। দিগভেশের বলে তুলে মারতে গিয়ে শার্দুল ঠাকুরের হাত ক্যাচ দেন এই বাঁহাতি ওপেনার। উইকেট পাওয়ার আনন্দে ‘নোটবুক’ স্টাইলে উদযাপন করতে করতে অভিষেককে কিছু একটা বলেও বসেন তখন দিগভেশ।

সেটাই পছন্দ হয়নি অভিষেকের। এগিয়ে এসে তিনিও দুই কথা শুনিয়ে দেন তাকে। পরিস্থিতি ঠান্ডা করতে এগিয়ে আসতে হয়ে আম্পায়ার মাইকেল গফকে। মাঠ ছাড়তে ছাড়তেও তখন কিছু একটা বলতে দেখা যায় অভিষেককে, দিগভেশের উদ্দেশ্যে। সেই ঘটনাতেই নিষেধাজ্ঞার মুখে পড়েছেন লেগ স্পিনার দিগভেশ। আগামী বৃহস্পতিবার অনুষ্ঠেয় গুজরাট টাইটান্সের বিপক্ষে খেলতে পারবেন না তিনি। এই ঘটনায় ম্যাচ ফির ২৫% কেটে নেয়া হয়েছে অভিষেকেরও।

এর আগে দুইবার এই ‘নোটবুক’ উদযাপনের জন্য তিনটি ডিমেরিট পয়েন্ট ও আর্থিক জরিমানার মুখে পড়েছেন দিগভেশ। গত ০১ এপ্রিল পাঞ্জাব কিংসের প্রিয়ানশ আর্য ও ৪ এপ্রিল মুম্বাই ইন্ডিয়ান্সের নামান ধীরের উইকেট নিয়ে এমন উদযাপন করেন তিনি।

সারাবাংলা/জেটি

অভিষেক শর্মা আইপিএল আইপিএল ২০২৫ জরিমানা দিগভেশ রাঠি নিষিদ্ধ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর