Tuesday 20 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাকিস্তান সিরিজে ম্যাচ কমল বাংলাদেশের

স্পোর্টস করেসপন্ডেন্ট
২০ মে ২০২৫ ১৮:৩১ | আপডেট: ২০ মে ২০২৫ ১৯:১৯

ভারত ও পাকিস্তানের সংঘাতময় পরিস্থিতির কারণে বাংলাদেশ ক্রিকেট দলের পাকিস্তান সফর অনিশ্চিত হয়ে পড়েছিল। সেই অনিশ্চয়তা দূর হয়ে গেল। তবে সিরিজে ম্যাচের সংখ্যা কমেছে।

সফরে পাকিস্তানের বিপক্ষে পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশের। কিন্তু সেটা কমিয়ে আনা হয়েছে তিন ম্যাচে।

মঙ্গলবার (২০ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। জানা যায়, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে পাকিস্তান সফরে ম্যাচ কমানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা।

তারপর দুবাইতে পিসিবি সভাপতি মহসিন নাকভির সঙ্গে বৈঠক হয়েছে বিসিবি সভাপতি ফারুক আহমেদের। সঙ্গে ছিলেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির প্রধান নাজমুল আবেদীন ফাহিমও। এই বৈঠকের পর সিরিজের ম্যাচ কমানো বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে পিসিবি।

বিবৃতিতে বলা হয়েছে, ‘পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির মধ্যে দীর্ঘ বৈঠকের পর বাংলাদেশ ক্রিকেট দল পাকিস্তান সফর করবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুই দলের মধ্যে তিনটি টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে। সবগুলো ম্যাচই হবে লাহোরে। সফরটি চূড়ান্ত করার জন্য পিসিবি চেয়ারম্যান কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিসিবি সভাপতির প্রতি।’

পিসিবির পক্ষ থেকে বা হয়েছে, শিগগিরই সিরিজের দিনক্ষণ ঘোষণা করা হবে। এদিকে, বিসিবির একটি সূত্র বলছে, সিরিজ শুরু হবে ২৭ মে থেকে। বাংলাদেশ দল পাকিস্তানের বিমান ধরবে ২৪ মে।

এই মুহূর্তে সংযুক্ত আরব আমিরাতে আছে বাংলাদেশ ক্রিকেট দল। দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলতে আরব আমিরাতে যায় লিটন দাসের দল। তবে পাকিস্তান সিরিজের ম্যাচ কমার আলোচনার মধ্যে সংযুক্ত আরব আমিরাতকে সিরিজের একটি ম্যাচ বাড়ানোর আহ্বান জানায় বিসিবি।

বিজ্ঞাপন

পরে আরব আমিরাতও সেই প্রস্তাবে রাজি হয়েছে। এই সিরিজের তৃতীয় ম্যাচটা ২১ মে। সিরিজের প্রথম দুই ম্যাচে বাংলাদেশ জিতেছে প্রথমটি, গতকাল দ্বিতীয় ম্যাচটা জিতেছে আরব আমিরাত।

সারাবাংলা/এসএইচএস

পিসিবি বিসিবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর