Friday 17 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নকআউট নিশ্চিতে জাপান-সেনেগাল-কলম্বিয়ার লড়াই


২৮ জুন ২০১৮ ১০:৫৩ | আপডেট: ২৮ জুন ২০১৮ ১৯:৪৭

।। স্পোর্টস ডেস্ক ।।

রাশিয়া বিশ্বকাপের ‘এইচ’ গ্রুপে থাকা জাপান, কলম্বিয়া, সেনেগাল আর পোল্যান্ড আজ রাতে নিজেদের মধ্যে শেষবারের মতো লড়বে। বাংলাদেশ সময় রাত ৮টায় ভলগোগ্রাদে জাপানের মুখোমুখি হবে পোল্যান্ড। আর একই সময়ে সামারায় সেনেগালের প্রতিপক্ষ কলম্বিয়া। ইতোমধ্যেই দুই ম্যাচে বিদায় নিতে হয়েছে পোল্যান্ডকে। নকআউট পর্ব নিশ্চিত করতে বাকি তিন দলের লড়াইটা হবে দেখার মতো। ৪ পয়েন্ট করে নিয়ে এখনও শীর্ষে জাপান, সেনেগাল। আর এক পয়েন্ট কম নিয়ে তিন নম্বরে রয়েছে কলম্বিয়া।

বিজ্ঞাপন

জাপান-পোল্যান্ড:
আট বছর আগেও এশিয়ার তো বটেই, বিশ্বকাপেও জাপান ছিল সমীহ জাগানো শক্তি। এবারও জাপান আছে বটে, কিন্তু আগের সেই ধার ও ভার আর নেই। গত বিশ্বকাপেও যারা ফর্মের তুঙ্গে ছিলেন, সেই শিনজি ওকাজাকি, কেইসুকে হোন্ডা, শিনজি কাগাওয়া আগের মতো ফর্মে নেই। নীল সামুরাইদের এবার বড় কিছু আশা করতে হলে প্রার্থনাই করতে হবে।

নিজেদের প্রথম ম্যাচে কলম্বিয়াকে ২-১ গোলে হারিয়ে শুরু করে জাপান। তবে, পরের ম্যাচে সেনেগালের বিপক্ষে ২-২ গোলে ড্র করে জাপানিজরা।

এদিকে, নিজেদের প্রথম দুই ম্যাচেই হেরে রাশিয়া অভিযান শেষ হয়েছে পোল্যান্ডের। প্রথম ম্যাচে সেনেগালের বিপক্ষে ২-১ গোলে হারের পর দ্বিতীয় ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে হেরেছিল ৩-০ গোলের ব্যবধানে।

নিয়মরক্ষা করতেই আজ জাপানিজদের বিপক্ষে নামতে হচ্ছে পোলিশদের। তবে, সত্তরের দশকে ইউরোপে বনিয়েকের পোল্যান্ড ছিল সমীহ জাগানো নাম। এরপর অনেক দিন তারা বিশ্বকাপের মানচিত্র থেকে হারিয়ে গিয়েছিল, তবে এবার ফিরেছিল ভালোমতোই। রবার্ট লেভানডফস্কির দলটি বাছাইপর্বে দারুণ খেলেই বিশ্বকাপে এসেছিল। পুরো বাছাইপর্বে সবচেয়ে বেশি ১৬ গোল ছিল লেভানডফস্কির। রক্ষণে কামিল গ্রসিকি, মধ্যমাঠে ক্রিস্কোশিয়াক, বোয়েশচেকফস্কি, লিনেত্তি আর আক্রমণে জিলেনস্কির খেলোয়াড়েরা আশা দেখাতে পারেননি পোল্যান্ডকে।

বিজ্ঞাপন

সেনেগাল-কলম্বিয়া:
এবার সেনেগাল যে দল নিয়ে বিশ্বকাপে এসেছে, বড় কিছুর আশা দেখতেই পারে। আক্রমণে সাদিও মানে নিজের সেরা সময় কাটিয়েছেন লিভারপুলে, তুলনা করা হচ্ছে এল হাজি জিওফের সঙ্গে। সাখো, কোয়েটারাও প্রিমিয়ার লিগে নিয়মিত খেলেছেন। রক্ষণে নাপোলির কাইদু কুলিবালি এই মুহূর্তে ইউরোপের সেরাদের একজন। বাছাইপর্বে সেনেগাল হারেনি একটা ম্যাচেও, দক্ষিণ আফ্রিকা, বুরকিনা ফাসোর গ্রুপ থেকে হেসেখেলে উঠেছে বিশ্বকাপে। আফ্রিকার সবচেয়ে উজ্জ্বল তারা হতে পারে সেনেগালই।

নিজেদের প্রথম ম্যাচেই তারা পোল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে দেয়। আর দ্বিতীয় ম্যাচে জাপানের বিপক্ষে দুই দুইবার এগিয়ে গিয়েও ২-২ গোলের ড্র মেনে নেয়।

আর কলম্বিয়া মানেই যেন ঝাঁকড়া চুলের সেই কার্লোস ভালদেরামা বা আত্মঘাতী গোল দিয়ে পরে প্রাণ হারানো আন্দ্রেস এসকোবারের কথা। সেই কলম্বিয়া গত বার হামেস রদ্রিগেজ নামের এক বিস্ময়ে কোয়ার্টার ফাইনাল খেলেছিল। এবার দক্ষিণ আমেরিকা থেকে বিশ্বকাপ বাছাইয়ের পথ খুব মসৃণ হয়নি, তবে কলম্বিয়া আশা করতে পারে ভালো কিছুই। রদ্রিগেজ এবারও আছেন, আগের বারের চেয়েও বায়ার্ন মিডফিল্ডার এবার পরিণত। আগের বার রাদামেল ফ্যালকাও বিশ্বকাপ মিস করেছিলেন। ফ্যালকাও এবার আক্রমণের বড় ভরসা। গোলপোস্টের নিচে আর্সেনালের ডেভিড অসপিনা ও রক্ষণে তরুণ বার্সা ডিফেন্ডার ইয়েরি মিনা তো আছেনই। কলম্বিয়া এবারও আশা করতে পারে অনেক দূর যাওয়ার।

বিশ্বকাপে পাঁচবার অংশ নেওয়া কলম্বিয়া নিজেদের প্রথম ম্যাচে জাপানের বিপক্ষে ২-১ গোলে হারলেও নিজেদের দ্বিতীয় ম্যাচে পোল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে শেষ ষোলোর আশা টিকিয়ে রেখেছে।

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর