Thursday 22 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অবশেষে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের সূচি ঘোষণা

স্পোর্টস করেসপন্ডেন্ট
২১ মে ২০২৫ ১৪:৩৮ | আপডেট: ২১ মে ২০২৫ ১৭:১০

ভারত-পাকিস্তানের মধ্যকার সংঘাতময় পরিস্থিতির কারণে বাংলাদেশের পাকিস্তান সফর অনিশ্চিত হয়ে পড়েছিল। সেই অনিশ্চয়তা কেটে গেছে। অবশেষে টি-টোয়েন্টি সিরিজটির চূড়ান্ত সূচি ঘোষণা হলো। অবশ্য পাঁচ ম্যাচের বদলে সিরিজটি হবে তিন ম্যাচের।

পাঁচ ম্যাচের বদলে সিরিজ যে তিন ম্যাচের হচ্ছে সেটা আগেই জানা গিয়েছিল। তবে সিরিজের ম্যাচগুলো কবে, কখন সেই দিনক্ষণ জানা যায়নি এতোদিন। আজ পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) দিনক্ষণ ঘোষণা করেছেন।

বিজ্ঞাপন

পূর্ব ঘোষণা অনুযায়ী সিরিজ শুরু হওয়ার কথা ছিল ২৫ মে। কিন্তু সংঘাতময় পরিস্থিতির কারণে সেটা পিছিয়ে ২৭ তারিখ থেকে সিরিজ শুরু হচ্ছে বলে আভাস পাওয়া যাচ্ছিল। কিন্তু চূড়ান্ত সূচিতে দেখা গেল আরও একদিন পিছিয়েছে সিরিজ।

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজটি শুরু হবে ২৮ মে। সিরিজের দ্বিতীয় ম্যাচ ৩০ মে এবং ১ জুন হবে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচটি। আগেই জানানো হয়েছিল সিরিজের সবকটি ম্যাচ অনুষ্ঠিত হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। স্থানীয় সময় রাত ৮টায় অর্থাৎ বাংলাদেশ সময় রাত ৯টায় মাঠে গড়াবে সিরিজের তিন ম্যাচই।

পাকিস্তান-বাংলাদেশ সিরিজের সূচি:

প্রথম টি-টোয়েন্টি: বুধবার, ২৮ মে ২০২৫। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে

দ্বিতীয় টি-টোয়েন্টি: শুক্রবার, ৩০ মে মে ২০২৫। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে

তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি: রবিবার, ১ জুন ২০২৫। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।

সারাবাংলা/এসএইচএস

বাংলাদেশ-পাকিস্তান সিরিজ

বিজ্ঞাপন

জুনে বসছে বিপিও সামিট
২৩ মে ২০২৫ ০০:১৯

আরো

সম্পর্কিত খবর