Wednesday 21 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৪০০ টাকায় দেখা যাবে হামজা-শমিতদের ম্যাচ

স্পোর্টস করেসপন্ডেন্ট
২১ মে ২০২৫ ১৭:১৫ | আপডেট: ২১ মে ২০২৫ ১৮:৩১

জাতীয় দলের অনুশীলনে হামজা চৌধুরী

আগামী ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচ খেলবে বাংলাদেশ। জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠেয় সেই ম্যাচে বাংলাদেশের জার্সিতে দেখা যাবে হামজা চৌধুরী ও শমিত সোমুকে। তাই এই ম্যাচকে ঘিরে দর্শক-সমর্থকদের আগ্রহও তুঙ্গে। দর্শক চাহিদার কথা মাথায় রেখে আজ (বুধবার) আসন্ন এই ম্যাচের টিকেট মূল্য ও প্রাপ্তিস্থান ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

সর্বনিম্ন ৪০০ টাকায় মাঠে বসে দেখা যাবে বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ। আজ বিকেল ৩ টায় বাফুফে ভবনের বোর্ড রুমে সংবাদ সম্মেলনে এই তথ্য জানায় বাফুফের টুর্নামেন্ট কমিটি। এর আগে ভুটানের বিপক্ষে যে প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হবে, সেই ম্যাচের সর্বনিম্ন টিকেটের দাম ২০০ টাকা।

বিজ্ঞাপন

বহুল প্রতীক্ষিত এই ম্যাচের টিকেট পাওয়া যাবে অনলাইনে (tickify.live) ওয়েবসাইটে। জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে টিকেট কিনতে হবে দর্শকদের। অপ্রাপ্তবয়স্ক যে দর্শকরা আছেন, যাদের জাতীয় পরিচয়পত্র হয়নি; তাদের জন্য থাকছে টিকেট বুথ থেকে সংগ্রহ করার সু্যোগ।

আগামী শনিবার থেকে অনলাইনে শুরু হবে টিকেট বিক্রি। মোট ১০ ক্যাটাগরিতে ছাড়া হবে টিকেট। জাতীয় স্টেডিয়ামের সংস্কারকৃত গ্যালারির টিকেটের দাম ধার্য করা হয়েছে ৪০০ টাকা। দুই ধরন্যাড় ক্লাব হাউজের টিকেটের দাম রাখা হয়েছে যথাক্রমে ২০০০ ও ২৫০০ টাকা। স্কাই ভিউ গ্যালারির টিকেট কেনা যাবে ৩০০০ টাকায়। এর বাইরে কর্পোরেট বক্স ও হসপিটালিটি বক্সের টিকেটের দাম সর্বোচ্চ ৫০০০ টাকা। ৪০০০ টাকায় ম্যাচ দেখা যাবে ভিআইপি বক্সে বসে।

সারাবাংলা/জেটি

বাফুফে বাংলাদেশ ফুটবল দল শমিত সোম হামজা চৌধুরী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর