আসন্ন টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান সফরে যেতে আপত্তি জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের তিন সদস্য। সফর থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছেন তিনজন।
তিন সদস্য হলেন- তরুণ পেসার নাহিদ রানা ও ফিল্ডিং কোচ জেমস পেমেন্ট ও স্ট্রেংন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ নাথান কেলি। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম।
বুধবার (২১ মে) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন কথা জানান নাজমুল আবেদীন।
সম্প্রতি ভারত-পাকিস্তানের সংঘাতময় পরিস্থিতির সময় পাকিস্তানে ছিলেন বাংলাদেশের দুই ক্রিকেটার নাহিদ রানা ও রিশাদ হোসেন। পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে গিয়েছিলেন দুই ক্রিকেটার। সংঘাতময় পরিস্থিতির মধ্যে রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে ড্রোন হামলা হয়। সেখানেই নাহিদের দল পেশোয়ার জালমির ম্যাচ ছিল।
পরে পিএসএল স্থগিত হয়ে গেলে দ্রুত দেশে ফিরিয়ে আনা হয় নাহিদ ও রিশাদকে। সেই ঘটনার ট্রমায় নাহিদ রানা এমন সিদ্ধান্ত নিতে পারে বলেছেন নাজমুল আবেদীন ফাহিম।
নাজমুল আবেদীন বলেন, ‘(সম্প্রতি পাকিস্তানে) যে ধরনের ঘটনার মুখোমুখি ওদের হতে হয়েছে, নাহিদ রানা বা রিশাদকে, সেটা কিছুটা যদি ট্রমাটাইজড করে একজনকে, তাঁদের দোষ দেওয়ার কোনো সুযোগ নেই। সে কারণে সম্ভবত ও (নাহিদ) নিজেকে উইথড্র করেছে।’
এদিকে, নাহিদ না সিরিজ থেকে নাহিদ রানা নাম প্রত্যাহার করে নিলেও রিশাদ হোসেন যাচ্ছেন সফরে।
বাংলাদেশ জাতীয় দল এই মুহূর্তে সংযুক্ত আরব আমিরাতে টি-টোয়েন্টি সিরিজ খেলছে। সেখান থেকে ২৫ জুন পাকিস্তানের বিমান ধরার কথা বাংলাদেশ দলের। আজ ঘোষণা করা হয়েছে সিরিজের সূচি। সূচি অনুযায়ী সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে ২৮ মে। দ্বিতীয় ম্যাচ ৩০ মে এবং তৃতীয় ম্যাচ হবে ১ জুন।