সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজটা বাংলাদেশের জন্য ছিল প্রস্তুতির। পাকিস্তান সিরিজ খেলতে যাওয়ার আগে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি খেলে যতটা সম্ভব এই ফরম্যাটে প্রস্তুতি নেওয়া, লক্ষ্য ছিল এমনই। কিন্তু সেই ‘প্রস্তুতি’ সিরিজে এখন বাঁচা-মরার হিসাব!
দুই দেশের ক্রিকেট বোর্ডের উদ্যোগে দুই ম্যাচ থেকে সিরিজটা হয়ে গেছে তিন ম্যাচের। সিরিজের প্রথম ম্যাচে জিতেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে অবিশাস্যভাবে বাংলাদেশকে হারিয়ে দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। অর্থাৎ সিরিজ হার এড়াতে হলে আজ জয়ের বিকল্প নেই বাংলাদেশের।
বাঁচা-মরার এই ম্যাচে কেমন একাদশ বেছে নেবে বাংলাদেশ? বোলিং বিভাগে বিশেষ করে পেস বিভাগে বড় অদল-বদল হওয়ার কথা। গত ম্যাচে একেবারেই বাজে বোলিং করেছেন দুই পেসার তানজিম হাসান সাকিব ও নাহিদ রানা। এদিকে, স্কোয়াডে হাসান মাহমুদের মতো পেসার আছেন যিনি কিনা প্রথম টি-টোয়েন্টিতে ভালো বোলিং করেছিলেন। ফলে নাহিদ ও সাকিবের মধ্যে একজনকে বাসিলে হাসান মাহমুদের একাদশে জায়গা পাওয়া মোটামুটি নিশ্চিত।
ব্যাটিংয়ে টপ অর্ডারেও পরিবর্তন আসবে নিশ্চিত। প্রথম টি-টোয়েন্টির সেঞ্চুরিয়ান পারভেজ হোসেন ইমন দ্বিতীয় ম্যাচে খেলতে পারেননি ইনজুরির কারণে। ইমনের ইনজুরি সমস্যা নেই আজ। ফলে টপ অর্ডারে ইমনের জায়গা পাওয়ার বিষয়টা মোটামুটি নিশ্চিত। সেক্ষেত্রে জায়গা ছেড়ে দিতে হতে পারে নাজমুল হোসেন শান্তকে।
আগের দুই ম্যাচের মতো আজও তিন পেসার ও দুই স্পিনার নিয়ে একাদশ সাজাতে পারে বাংলাদেশ। সেক্ষেত্রে আগের দুই ম্যাচে খুব একটা ভালো করতে না পারা তানভীর ইসলাম থেকে যেতে পারেন একাদশে।
যেমন হতে পারে বাংলাদেশের একাদশ:
পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, লিটন দাস, তাওহীদ হ্রদয়, জাকের আলি অনিক, শামীম পাটোয়ারি, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, নাহিদ রানা।