আগামী ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচ খেলবে বাংলাদেশ। আসন্ন এই ম্যাচকে ঘিরে দর্শকদের আগ্রহও তুঙ্গে। দর্শকদের মাঠে বসে হামজা চৌধুরী-শমিত সোমদের খেলা দেখার সুযোগ করে দিতে ম্যাচের টিকেট, মূল্য ও প্রাপ্তিস্থান প্রকাশ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। গতকাল (বুধবার) আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় বাফুফের কম্পিটিশন কমিটি।
সিঙ্গাপুর ম্যাচের আগে ভুটানের বিপক্ষে ৫ মে আরেকটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। সেই ম্যাচের কেবল সাধারণ গ্যালারির টিকেটের মূল্য প্রকাশ করেছে বাফুফে। এই দুই ম্যাচের টিকেট পাওয়া যাবে অনলাইনে (tickify.live) ওয়েবসাইটে। জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে টিকেট কিনতে হবে দর্শকদের। অপ্রাপ্তবয়স্ক যে দর্শকরা আছেন, যাদের জাতীয় পরিচয়পত্র হয়নি; তাদের জন্য থাকছে টিকেট বুথ থেকে সংগ্রহ করার সু্যোগ।
এক নজরে দেখে নিন, কোন গ্যালারির টিকেটের মূল্য কত-
সাধারণ গ্যালারি- ৪০০ টাকা
ক্লাব হাউস ২- ২০০০ টাকা
ক্লাব হাউস ১- ২৫০০ টাকা
স্কাই ভিউ- ৩০০০ টাকা
ভিআইপি ৩- ২৫০০ টাকা
ভিআইপি ২- ২৫০০ টাকা
ভিআইপি ১ রেড বক্স- ৪০০০ টাকা
কর্পোরেট বক্স-৫০০০ টাকা
হসপিটালিটি বক্স -৫০০০ টাকা