এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রাজস্থান রয়্যালসের হয়ে দুর্দান্ত এক সেঞ্চুরি করে তোলপাড় ফেলে দিয়েছেন ১৪ বছর বয়সী কিশোর বৈভব সূর্যবংশী। এর আগে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে আইপিএলের নিলামে দল পেয়েই জন্ম দিয়েছিলেন দারুণ আলোচনার। চলতি মৌসুমে ব্যাট হাতে দারুণ পারফরম্যান্সের পর এই বাঁহাতি ব্যাটার ডাক পেলেন ভারত অনূর্ধ্ব-১৯ দলেও।
তার ডাক পাওয়া সেই দলের অধিনায়কত্ব পেয়েছেন চেন্নাই সুপার কিংসের হয়ে আলো ছড়ানো ১৭ বছর বয়সী ব্যাটার আয়ুশ মাহাত্রে।
ইতোমধ্যে রাজস্থান, চেন্নাই দুই দলই বাদ পড়ে গেছে আইপিএল থেকে। প্লে অফের দৌড়ে তারা নেই। রাজস্থানের এই মৌসুমের সব ম্যাচ শেষ, চেন্নাইয়ের বাকি আছে কেবল এক ম্যাচ। কাজেই আইপিএল শেষে তরুণ ক্রিকেটারদের শুরু হয়ে যাচ্ছে বয়সভিত্তিক ক্রিকেটের ব্যস্ততা। আসন্ন জুন-জুলাই মিলিয়ে ইংল্যান্ড সফর করবে ভারত। শুরুতে একটি ৫০ ওভারের প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। এরপর পাঁচটি ওয়ানডে ও দুটো চারদিনের ম্যাচও আছে সূচিতে।
আইপিএলে ব্যাট হাতে আলো ছড়ানো দুই তারকা বৈভব ও আয়ুশের এবার দারুণ সময় কেটেছে। আয়ুশ চেন্নাইয়ের জার্সিতে ৬ ম্যাচে ১৮৭.২৭ স্ট্রাইকরেটে করেছেন ২০৬ রান। আর তোলপাড় ফেলে দেয়া বৈভব ৭ ম্যাচে একটি করে ফিফটি ও সেঞ্চুরিতে ২৫২ রান করেছেন ২০৬.৫৫ স্ট্রাইকরেটে।