এখনই ব্রাজিলকে ফেবারিট মানতে নারাজ তিতে
২৮ জুন ২০১৮ ১৩:৫৬ | আপডেট: ২৮ জুন ২০১৮ ১৪:১০
সারাবাংলা ডেস্ক।।
প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের সঙ্গে হোঁচট দিয়ে শুরু। এর পরের দুই ম্যাচে কোস্টারিকা ও সার্বিয়াকে ২-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই পরের পর্বে পা রেখেছে ব্রাজিল। কোচ তিতেও এখন বাড়তি আত্মবিশ্বাস পাচ্ছেন, তবে এখনই মানতে চাইলেন না ব্রাজিল টুর্নামেন্ট জেতার জন্য ফেবারিট।
কাল সার্বিয়ার সঙ্গে এক পয়েন্ট পেলেই চলত ব্রাজিলের। তবে শেষ পর্যন্ত সহজ জয়ই পেয়েছে পাঁচবারের চ্যাম্পিয়নরা। নেইমার সুযোগ কাজে লাগাতে পারলে আর সার্বিয়ার গোলরক্ষক বাধা না হয়ে দাঁড়ালে জয়টা আরও বড় ব্যবধানেরও হতে পারত। তবে তিতে এখই দলকে ঘিরে কোনো আশার বেলুন ফুলতে দিতে নারাজ, ‘আমরা প্রত্যাশায় না, বাস্তবে বাস করি। এই দল যেভাবে খেলছে তাতে প্রতি ম্যাচে মানসিকভাবে তারা আরও শক্ত হচ্ছে। একটা ভারসাম্যপূর্ণ দলের মতোই তারা চাপটা সামলাচ্ছে।’
তিতে বলছেন, ব্রাজিল ধীরে ধীরে একটা দল হিসেবে দানা বাঁধছে, ‘বিশ্বকাপ মানে তো শুধু খেলা নয়। এখানে ড্রেসিংরুম আছে, একে অন্যের সাথে সম্পর্ক আছে, কীভাবে খেলোয়াড়েরা নিজেদের মধ্যে যোগাযোগ করছে, সেটা আছে। এখানে আনন্দ আছে, আবার কর্তব্যের চাপও আছে। এসব কিছুই আপনাকে সামাল দিতে হবে। আমরা ধীরে ধীরে সেটা করতে পারছি।’
তিতে মনে করিয়ে দিলেন, ব্রাজিলকেও নিজেদের আবেগটা আরেকটু নিয়ন্ত্রণ করা শিখতে হবে, ‘বিশ্বকাপ এমন একটা জায়গা যেখানে আপনার আবেগ খুব বেশি হয়ে গেলে সেটা কমাতে হবে। আবার কম হয়ে গেলে সেটা বাড়াতে হবে। আমার মনে হয় আমাদের আরেকটু বাড়াতে হতে পারে। তবে প্রতি ম্যাচেই দল আরও পরিণত হচ্ছে। সামনে এই ধারাটা ধরে রাখতে হবে।
দ্বিতীয় রাউন্ডে ব্রাজিলের প্রতিপক্ষ ‘এফ’ গ্রুপের রানার আপ মেক্সিকো। ২ জুলাই সামারায় বাংলাদেশ সময় রাত আটটায় হবে ম্যাচটি।
সারাবাংলা/ এএম