Tuesday 08 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জার্মানি চাইছে রাখতে, লো কি থাকবেন?


২৮ জুন ২০১৮ ১৪:২০ | আপডেট: ২৮ জুন ২০১৮ ১৪:৩০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সারাবাংলা ডেস্ক।।

মাত্র কয়েক দিন আগেই জার্মানির সঙ্গে চুক্তি হয়েছে ২০২২ সাল পর্যন্ত। তখন কে ভেবেছিল জার্মানি এমনভাবে প্রথম রাউন্ড থেকে বিদায় নেবে?  বিশ্বকাপের ইতিহাসে প্রথম বারের মতো গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ার পর এখন উঠে গেছে অনেক প্রশ্ন। জার্মান ফুটবল ফেডারেশন অবশ্য এখন আস্থা রাখছে লোয়ের পর, তারা বলছে লো-ই সবচেয়ে যোগ্য লোক। কিন্তু লো এখনই কোনো সিদ্ধান্ত জানাননি, বলেছেন সেটার জন্য আরও কিছু সময় দরকার তাঁর।

মেক্সিকোর সঙ্গে ম্যাচের পরেই জার্মান ফেডারেশনের কাছে জানতে চাওয়া হয়েছিল, লো-কে কি রেখে দেওয়া হবে? প্রেসিডেন্ট রেইনার্ড গ্রিনডেল বলেছিলেন, বিশ্বকাপে যা-ই হোক না কেন, তারা আস্থা রাখবেন লোয়ের ওপর, ‘আমরা বিশ্বাস করি বিশ্বকাপের পর আমরা একটা ক্রান্তিকালের মধ্য দিয়ে যেতে পারি। সেটা টুর্নামেন্টে যেটাই হোক না কেন। আর লোয়ের চেয়ে কেউ সেটা ভালোভাবে করতে পারবেন বলে আমরা মনে করি না।’

বিজ্ঞাপন

‘এক বছর আগেই কনফেডারেশনস কাপে তিনি প্রমাণ করেছেন তিনি একটা দারুণ দল গঠন করতে পারেন, যারা ভালো ফুটবল খেলতে পারে। আমাদের মনে হয়, যুক্তিটা এখনো ঠিক আছে।’

কিন্তু দক্ষিণ কোরিয়ার কাছে কালকের হারের পর বদলে গেছে অনেক সমীকরণ। লো নিজেই এখন বুঝতে পারছেন না, তিনি কী করবেন, ‘এই মুহূর্তে সেটা নিয়ে মন্তব্য করাও কঠিন। আরও বেশ কিছুদিন সময় লাগবে। আমরা পরের পর্বে যেতে পারিনি, এটা ছিল বড় একটা ধাক্কা। এখনো আমি বিশ্বাস করতে পারছি না, আমরা কোরিয়ার কাছে হেরেছি। আমার মনে হয়েছে, দলের সবাই সামনের দিকে এগিয়ে যেতে চেয়েছে। সবকিছু মিলে আমি অবিশ্বাস্যরকম হতাশ। তবে আমি এটা নিয়ে ঠাণ্ডা মাথায় চিন্তা করব।’

শেষ পর্যন্ত কী হবে, সেটা জানার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতেই হবে।

সারাবাংলা/ এএম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর