সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচ নিয়ে দর্শক-সমর্থকদের আগ্রহ তুঙ্গে। কারণ আগামী ১০ জুন এই ম্যাচেই একসাথে দেখা যাবে হামজা চৌধুরি-শমিত সোমদের। কিন্তু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠেয় এই ম্যাচের টিকেট কাটতে গিয়ে বিড়ম্বনা-ভোগান্তির শিকার হয়েছেন টিকেট প্রত্যাশী দর্শকরা।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) কর্তৃক নির্ধারিত প্রতিষ্ঠান ‘টিকিফাই’-এর সার্ভারে সাইবার হামলা হয়েছে গতকাল (শনিবার)। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত টিকেট বিক্রেতা সেই প্রতিষ্ঠানের ওয়েবসাইটে লগ অন করা গেলেও এখনও শুরু হয়নি টিকেট বিক্রি।
এবারই প্রথম অনলাইনে টিকেট বিক্রি করছে বাফুফে। পূর্ব ঘোষণা অনুযায়ী শনিবার রাতে ৮টায় শুরু হয় টিকেট বিক্রি। কিন্তু শুরুতেই দেখা দেয় জটিলতা। টিকেট কিনতে চেয়ে বেশিরভাগ দর্শকই পরের ধাপে যেতে পারেননি। অনেকেই বারবার চেষ্টা করেও এক্সেস করতে পারেননি ওয়েবসাইটে। কমবেশি সব দর্শকদেরই একই অভিজ্ঞতা হয়েছে ওয়েবসাইটে ঢুকতে গিয়ে। বারবার ব্রাউজারের ট্যাবে ভেসে উঠেছে ‘502 Bad Gateway’।

এখনও শুরু হয়নি টিকিফাইয়ের টিকেট বিক্রি
দর্শকদের এমন ভোগান্তির কারণ হিসেবে বাফুফে বলেছে, টিকিফাই ওয়েবসাইটে সাইবার হামলার কথা। শনিবার আনুষ্ঠানিক এক বিবৃতিতে বাফুফে জানায়, ‘‘বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচের টিকিট বিক্রির টিকিফাইয়ের ওয়েবসাইটটি সাইবার আক্রমণের শিকার হয়েছে। এ কারণে সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে টিকিফাই ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন। টিকিট বিক্রির বিষয়ে নতুন আপডেট খুব শিগগিরই জানানো হবে।’
বাংলাদেশের ম্যাচের কোন গ্যালারির টিকেট কত?
যদিও টিকেট বিক্রির নতুন সময় এখনও নিশ্চিত করেনি বাফুফে। এ বিষয়ে বাফুফের কম্পিটিশন কমিটির চেয়ারম্যান গোলাম গাউসও সুনির্দিষ্ট কোনো উত্তর দিতে পারেননি।