Sunday 25 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাতে ফাইনালে মাঠে নামছেন সাকিব-রিশাদরা

স্পোর্টস ডেস্ক
২৫ মে ২০২৫ ১৬:৪৭

পিএসএল ফাইনালে মাঠে নামছে লাহোর-কোয়েটা

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ২০২০ সালের রানার আপ। পরের মৌসুমে ফাইনাল খেলা হয়নি লাহোর কালান্দার্সের। তবে এরপর টানা দুই পিএসএলের ফাইনাল জিতে সেই আক্ষেপ ঘুচেছে শাহীন শাহ আফ্রিদিদের। আবারও একটা ফাইনালে উঠেছে তারা। এবারের পিএসএল ফাইনালে আজ (রবিবার) রাতে তাদের প্রতিপক্ষ দুইবারের চ্যাম্পিয়ন কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে ম্যাচটি।

যে ম্যাচে লাহোরের একাদশে থাকার প্রবল সম্ভাবনা আছে বাংলাদেশের সাকিব আল হাসান ও রিশাদ হোসেন। প্লে অফের সর্বশেষ দুই ম্যাচেও লাহোরের একাদশে ছিলেন এই দুইজন। লাহোরের স্কোয়াডে মেহেদী হাসান মিরাজও আছেন, কিন্তু এখনও ম্যাচ খেলা হয়নি তার। প্রথমবার কোনো বিদেশি লিগে খেলতে গেছেন এই অলরাউন্ডার।

বিজ্ঞাপন

গ্রুপ পর্বের ১০ ম্যাচের পাঁচটি জিতে প্লে অফ নিশ্চিত করে লাহোর। এলিমিনেটরে করাচি কিংসকে হারিয়ে নিশ্চিত করে দ্বিতীয় কোয়ালিফায়ার। দ্বিতীয় কোয়ালিফায়ারে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেডকে হারিয়ে লাহোর উঠেছে ফাইনালে।

লাহোরের এই ফাইনাল পর্যন্ত যাত্রায় বল হাতে দারুণ ভূমিকা রেখেছেন বাংলাদেশের রিশাদ। দ্বিতীয় কোয়ালিফায়ারে ৩ ওভার বল করে ৩৪ রানে নিয়েছেন তিন উইকেট। পুরো আসরে দুই ধাপে ৬ ম্যাচ খেলে নিয়েছেন ১২ উইকেট। সাকিব ব্যাট হাতে এখনও রানের খাতা খুলতে পারেননি। উইকেট নিয়েছেন মাত্র একটি।

সারাবাংলা/জেটি

পাকিস্তান সুপার লিগ পিএসএল ফাইনাল মেহেদী হাসান মিরাজ রিশাদ হোসেন লাহোর কালান্দার্স সাকিব আল হাসান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর