Friday 17 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আর্জেন্টিনার পর ব্রাজিলিয়ানদের মারামারি


২৮ জুন ২০১৮ ১৫:৫৬

।। স্পোর্টস ডেস্ক ।।

‘ডি’ গ্রুপের প্রথম ম্যাচে নবাগত আইসল্যান্ডের বিপক্ষে ১-১ গোলে ড্র, আর নিজেদের দ্বিতীয় ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে পরাজয় আর্জেন্টিনার সমর্থকদের হতাশ করেছিল। দেশ থেকে যারা রাশিয়ায় গিয়েছিল প্রিয় দলের খেলা দেখতে তারাও ছিল বেশ উত্তেজিত। উত্তেজনার বশেই ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ হেরে স্টেডিয়াম থেকে বাইরে বেরুনোর মুখে মারামারি করেছেন বেশ কিছু আর্জেন্টিনার সমর্থক। এবার ব্রাজিলের সমর্থকরাও সে পথে গেলেন।

বিজ্ঞাপন

ব্রাজিল-সার্বিয়া ম্যাচে ২-০ গোলের জয় পায় ব্রাজিল। তবে, মাঠে যখন নেইমার-কুতিনহো-পাওলিনহোরা খেলেছেন, তখন গ্যালারিতে থাকা ব্রাজিল সমর্থকরা পিটিয়েছেন সার্বিয়ান সমর্থকদের। মস্কোর স্পার্টাক স্টেডিয়ামে ঘটে এই ঘটনা। সেখান থেকে ৯ জন ব্রাজিল এবং সার্বিয়ার সমর্থককে আটক করেছে রাশিয়ান পুলিশ।

স্থানীয় পুলিশ জানিয়েছে, গ্যালারিতে ব্রাজিলিয়ান সমর্থকরা বেধড়ক পেটান সার্বিয়ান সমর্থকদের। দুই দলের সমর্থকদের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় শেষ পর্যন্ত হাতাহাতিতে রূপ নেয়। ব্রাজিলের জার্সি গায়ে সমর্থকদের এমন কাণ্ডে ভীত হয়ে পড়েন অনেকেই। সেখানে থাকা আতঙ্কিত একজন নারী ভয়ে কাঁপছেন-এমন ছবি বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশ পেয়েছে। গ্যালারিতে এমন দৃশ্য দেখে উপস্থিত নিরাপত্তারক্ষীরা সেখানে হাজির হয়ে তাদের ছত্রভঙ্গ করে দেন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমে এটাও প্রকাশ পায় যে, এ ঘটনায় সার্বিয়া সমর্থক একজন নারীর সম্পৃক্ততা পাওয়া গেছে। খেলা শেষে ব্রাজিলের জার্সি পরিহিত কয়েকজন তাকে ঘিরে ধরেন এবং ধাক্কা দেন। তাতে উত্তেজিত হয়ে উঠে সার্বিয়ার বাকি সমর্থকরা। এমন ঘটনার পর দুই গ্রুপের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে তারা একে অপরের সঙ্গে মারামারিতে লিপ্ত হয়। শেষ পর্যন্ত নিরাপত্তাকর্মীদের হস্তক্ষেপে থেমেছে এই মারপিট।

বিজ্ঞাপন

নিরাপত্তাকর্মীদের হস্তক্ষেপে ঘটনাটা বেশি দূর গড়াতে পারেনি বলেই হয়তো এ নিয়ে তেমন একটা মাথা ঘামায়নি আয়োজক দেশ রাশিয়ার পুলিশ প্রশাসন কিংবা ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। তবে, আর্জেন্টিনা-ক্রোয়েশিয়া সমর্থকদের মারামারির ঘটনায় উগ্র সমর্থকদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে ফিফা। এমনকি আর্জেন্টিনার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জড়িত আর্জেন্টাইনদের দেশে ফেরত পাঠানোর অনুরোধ করা হয়।

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর