কার্লো আনচেলত্তি বিদায় নিয়েছেন দুদিন হলো। রিয়াল মাদ্রিদের ডাগ আউটে রেখে যাওয়া ফাঁকা জায়গাটা নিচ্ছেন জাবি আলোনসো। আজ (রবিবার) আনুষ্ঠানিক ঘোষণায় রিয়াল মাদ্রিদ জানিয়েছে আগামী তিন বছরের জন্য তাদের কোচ হচ্ছেন এই স্প্যানিশ কোচ। আগামীকাল বার্নাব্যুতে ক্লাবের সমর্থকদের সামনে পরিচয় করিয়ে দেয়া হবে তাকে।
চলতি বছরের ১ জুন থেকে ২০২৮ সালের ৩০ জুন পর্যন্ত রিয়াল মাদ্রিদের ডাগ আউটে দাঁড়াবেন আলোনসো। অবশ্য কোচ হিসেবে রিয়াল মাদ্রিদে এলেও ক্লাবটির সাথে তার সম্পর্ক বেশ পুরনো। স্প্যানিশ জায়ান্টদের হয়ে হয়ে খেলেছেন পাঁচ মৌসুম। জিতেছেন লা লিগা, স্প্যানিশ সুপার কাপ, কোপা দেল রে, চ্যাম্পিয়নস লিগের শিরোপাও। এরপর বায়ার্ন মিউনিখের হয়ে তিন মৌসুম খেলে বিদায় জানিয়েছেন ফুটবল ক্যারিয়ারকে।
রিয়াল সোসিয়েদাদের ‘বি’ দলের হয়ে কোচিংয়ে অভিষেক। এরপর ২০২২ মৌসুমে দায়িত্ব নেন জার্মান ক্লাব লেভারকুসেনের। এরপর লেভারকুসেনের হয়ে বুন্দেস লিগায় রূপকথা, অপরাজিত যাত্রা, ক্লাবের হারানো জৌলুস ফিরিয়ে আনা; এ সব কিছুর দেখাই জার্মান ক্লাবটি পেয়েছে কোচ আলোনসোর অধীনে। গত মৌসুমে দায়িত্ব নিয়ে কী এক জাদুর ছোঁয়ায় যেন জার্মান ক্লাবটাকে বদলে দিলেন এই স্প্যানিশ কোচ। অবশেষে লেভারকুসেনের হয়ে রূপকথার গল্প লেখা আলোনসো ছাড়লেন ক্লাবের দায়িত্ব।
গত মৌসুমে লেভারকুসেনের পূর্ণকালীন কোচ হিসেবে দায়িত্ব পান আলোনসো। দলকে করেছেন অপরাজিত চ্যাম্পিয়ন, সাথে জিতিয়েছেন জার্মান কাপও। চলতি মৌসুমে আর মাত্র দুটি ম্যাচে লেভারকুসেনের কোচ হিসেবে দেখা যাবে আলোনসোকে। আগামীকাল ডর্টমুন্ডের বিপক্ষে ম্যাচের পর শেষ ম্যাচে তার প্রতিপক্ষ ছিল মাইঞ্জ। সেই ম্যাচ শেষে লেভারকুসেন দর্শকদের ভালোবাসায় সিক্ত হয়ে জার্মানি ছেড়েছেন স্পেনের এই বিশ্বকাপজয়ী মিডফিল্ডার।