Monday 26 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্লকবাস্টার ফাইনাল জিতে চ্যাম্পিয়ন সাকিব-রিশাদের লাহোর

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৬ মে ২০২৫ ০১:৩৫

জয়ের নায়ক রাজার দিকে ছুটে যাচ্ছেন রিশাদরা

একটা ফাইনাল জমিয়ে তুলতে যা যা লাগে, তার সবই ছিল আজ (রবিবার) রাতের পাকিস্তান সুপার লিগের ফাইনালে। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ৩৪ হাজার দর্শকের মাতিয়ে তোলা গ্যালারি, টি-টোয়েন্টির ধুমধাড়াক্কা ব্যাটিং, ক্ষণে ক্ষণে ম্যাচের রঙ বদলানো, আর নখ কামড়ানো উত্তেজনা ছড়িয়ে শেষ পর্যন্ত কোয়েটা গ্ল্যাডিয়েটর্সকে ৬ উইকেটে হারিয়ে লাহোর কালান্দার্সের তৃতীয় পিএসএল শিরোপা জয়। যে জয়ের ভাগিদার বাংলাদেশের তিন ক্রিকেটার সাকিব আল হাসান, রিশাদ হোসেন ও মেহেদী হাসান মিরাজ।

বিজ্ঞাপন

এই তিনজনই ছিলেন লাহোরের এবারের দলে। ফাইনালে কেবল রিশাদ খেলেছেন, সাকিব খেলেছেন দুই ম্যাচে, আর মিরাজ ম্যাচই পাননি। তবে ম্যাচ খেলতে না পারার দুঃখ মিরাজ ভুলে যেতে পারবেন শিরোপার স্বাদে। কুশল পেরেরা আর টসের দশ মিনিট আগে দলের সাথে যোগ দেয়া সিকান্দার রাজা যেভাবে ব্যাট করেছেন, তাতে এই শিরোপা জয়ের তৃপ্তি বহুগুণ বাড়ার কথা পুরো লাহোর দলের।

টসে জিতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৯ উইকেটে ২০১ রান করে কোয়েটা। জবাবে রান তাড়ায় নেমে কুশল পেরেরা আর সিকান্দার রাজার ব্যাটিং বীরত্বে এক বল হাতে রেখেই জয় পেল লাহোর। মোহাম্মদ নাঈমের ব্যাটে উড়ন্ত শুরু পেলেও মাঝের খেই হারানো ব্যাটিংয়ে ম্যাচ থেকে ছিটকে যায় তারা, তবে কুশল পেরেরার দারুণ এক ফিফটিতে লড়াইয়ে ফেরে শাহীন আফ্রিদির দল। পাঁচ চার ও চারটি ছক্কায় ৩১ বলে ৬২ রান করেন এই বাঁহাতি ব্যাটার।

শেষ তিন ওভারে জয়ের জন্য লাহোরের প্রয়োজন ছিল ৪৭ রান। উইকেটে এসেই কোয়েটার সেরা বোলার মোহাম্মদ আমিরকে টানা একটি চার ও ছয় মারেন রাজা, জমে ওঠে লড়াই। যদিও শেষের দিকের বেশিরভাগ বলই খেলেছেন পেরেরা। তবে জয়ের বন্দরে দলকে ভিড়িয়েছেন রাজাই। শেষ তিন বলে প্রয়োজন ছিল ৮ রানের। ফাহিম আশরাফের করা অফ স্টাম্পের বাইরের ফুল লেংথ বলে যেভাবে বলটা ডিপ পয়েন্ট দিয়ে সীমানাছাড়া করেছেন, সেটা ছিল অবিশ্বাস্য! পঞ্চম বলে লং দিয়ে চার মেরে দলকে পিএসএল জিতিয়ে উদযাপনও করেছেন লাফিয়ে উঠে।

সিকান্দারের ‘রাজা’ হওয়ার রাতে বল হাতে খুব বেশি প্রভাব বিস্তার করতে পারেননি রিশাদ হোসেন। চার ওভারে বেশ খরুচে ছিলেন আগের ম্যাচে তিন উইকেট নেয়া এই লেগ স্পিনার। ৪২ রান দিয়ে নিয়েছেন আভিশকা ফার্নান্দোর উইকেট। কোয়েটার হয়ে ব্যাট হাতে লড়েছেন হাসান নাওয়াজ। তার ৪৩ বলে ৭৬ রানের ইনিংসের সাথে শেষ দিকে দীনেশ চান্দিমাল, ফাহিম আশরাফের ক্যামিওতে ২০০ পেরোনো সংগ্রহ পায় কোয়েটা।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেটি

পাকিস্তান সুপার লিগ রিশাদ হোসেন সাকিব আল হাসান সিকান্দার রাজা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর