Friday 17 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্রাজিল ম্যাচে নেই অভিজ্ঞ মনেরো


২৮ জুন ২০১৮ ১৬:৩৪

।। স্পোর্টস ডেস্ক ।।

নকআউট পর্বে মেক্সিকোর বিপক্ষে খেলবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। তবে, তার আগে মেক্সিকান শিবিরে নিষেধাজ্ঞার খড়গ। লেফট সেন্টার-ব্যাক হেক্টর মনেরো ব্রাজিলের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে মাঠে নামতে পারবেন না। গ্রুপ পর্বে দুই ম্যাচে দুটি হলুদ কার্ড দেখায় মনেরোকে এক ম্যাচ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

সবশেষ ম্যাচে সুইডেনের বিপক্ষে নিজের বক্সের ভেতর মার্কাস বার্গকে ফেলে দিয়েছিলেন মনেরো। রেফারি সরাসরি পেনাল্টির সিদ্ধান্ত দেন, সঙ্গে দেওয়া হয় হলুদ কার্ড। তার আগে জার্মানির বিপক্ষে ম্যাচে একবার হলুদ কার্ড পেয়েছিলেন মনেরো। অভিজ্ঞ এই তারকা খেলোয়াড়কে হারিয়ে ব্রাজিলের বিপক্ষে বেশ কঠিন পরিস্থিতিতে পড়তে হচ্ছে মেক্সিকানদের।

২০০৭ সালে জাতীয় দলে অভিষেক হওয়া মনেরো এবারের বিশ্বকাপে মেক্সিকোর অভিজ্ঞ সেন্টার-ব্যাক। এই স্কোয়াডে তাকে অভিজ্ঞ বলার কারণও আছে। জাতীয় দলের জার্সিতে তিনি খেলেছেন ৯৩টি ম্যাচ। এসপানিওল, পিএসভি, রোমা আর রিয়াল সোসিয়েদাদের হয়ে খেলা এই তারকা জাতীয় দলের হয়ে গোল করেছেন তিনটি। তবে, ক্লাব ক্যারিয়ারে ৩৭৬ ম্যাচ খেলে গোল করেছেন ৩০টি।

গ্রুপ ‘ই’ থেকে চ্যাম্পিয়ন হয়েছে তিন ম্যাচের দুটিতে জয় এবং একটিতে ড্র করা ব্রাজিল। রানার্সআপ হয় সুইজারল্যান্ড। বিদায় নেয় কোস্টারিকা এবং সার্বিয়া। গ্রুপ ‘এফ’ থেকে চ্যাম্পিয়ন হয়েছে তিন ম্যাচের দুটিতে জয় আর একটিতে হেরে যাওয়া সুইডেন। রানার্সআপ হয়েছে মেক্সিকো। গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় গতবারের চ্যাম্পিয়ন জার্মানি এবং দক্ষিণ কোরিয়া।

শেষ ষোলোতে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে লড়বে মেক্সিকো। ২ জুলাই বাংলাদেশ সময় রাত ৮টায় সামারায় শুরু হবে ম্যাচটি। আর ৩ জুলাই বাংলাদেশ সময় রাত ৮টায় সেন্ট পিটার্সবুর্গে সুইজারল্যান্ডের প্রতিপক্ষ হয়ে মাঠে নামবে সুইডেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর