বাদ পড়েই বাড়ি ফিরলো জার্মানরা
২৮ জুন ২০১৮ ১৭:১৯
স্পোর্টস ডেস্ক ।।
বুধবার (২৭ জুন) রাতে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে জিতলেই পৌঁছে যাবে দ্বিতীয় রাউন্ডে, এমন আশা নিয়েই মাঠে নেমেছিল জোয়াকিম লো’র দল জার্মানি। কিন্তু দক্ষিণ কোরিয়ার কাছে হেরে জয়ের স্বপ্ন ভেঙেছে জার্মানির। ম্যাচ জিততে নেমে কোরিয়ার কাছে উল্টো ২-০ গোলে হেরে রাশিয়া বিশ্বকাপ মিশন শেষ করতে হয়েছে তাদের। আর তাতেই দেশে ফিরেছে গেছে তারা।
২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপে জয়ে এবার আত্মবিশ্বাস নিয়েই রাশিয়ায় এসেছিল জার্মানরা। রাশিয়া বিশ্বকাপের অন্যতম ফেভারিট তালিকায়ও ছিল তারা। কিন্তু বিশ্বকাপ মিশন শেষ হওয়ায় বৃহস্পতিবার (২৮ জুন) মস্কো থেকে জার্মানির উদ্দেশ্যে রাশিয়া ত্যাগ করে জার্মানরা।
২০১০ সাল থেকে চ্যাম্পিয়ন দল হিসেবে বিশ্বকাপ খেলতে এসে পরের আসরেই গ্রুপ পর্বে বাদ পড়তে হয়েছিল ইতালি ও স্পেনকে। এবার সেই পথেই হাঁটলো জার্মানরা। ২০১৪ সালের শিরোপা জয়ী জার্মানরা বাছাই পর্বে সব ম্যাচ জিতে বিশ্বকাপে এলেও বিশ্বকাপের প্রথম ম্যাচে মেক্সিকোর কাছে হেরে চাপেই পড়েছিল তারা। দ্বিতীয় ম্যাচে সুইডেনকে ২-১ গোলে হারালেও, কোরিয়ার কাছে হেরে বিদায় নিতে হয়েছে মার্কো রিউস, মারিও গোমেজ-ওজিলদের।
সারাবাংলা/এসএন