সৌভাগ্য কবজেই জিতলেন মেসি!
২৮ জুন ২০১৮ ১৮:২০ | আপডেট: ২৮ জুন ২০১৮ ১৮:২২
।। স্পোর্টস ডেস্ক ।।
রাশিয়া বিশ্বকাপে নিজেদের প্রথম দুই ম্যাচে মেসিকে অনেকটা খুঁজেই পাওয়া যায়নি। যে কারণে সমর্থকরাই তাকে নিয়ে সমালোচনা করেছিলেন। তবে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে মঙ্গলবার (১৬ জুন) গোল করে আবারো নিজেকে ফিরিয়ে এনেছেন আর্জেন্টাইন এই তারকা ফরোয়ার্ড। কিন্তু সেই ম্যাচে মেসির জ্বলে ওঠার কারণ নাকি ছিল একজন সাংবাদিকের মায়ের দেয়া সৌভাগ্য কবজ!
নাইজেরিয়ার বিপক্ষে অনেক সমীকরণ সামনে রেখেই মাঠে নেমেছিল আর্জেন্টিনা। তবে সব ছাপিয়ে ম্যাচের আগে অবশ্য আত্মবিশ্বাস ছিল মেসির, মাঠে নেমে রাশিয়া বিশ্বকাপের ১০০তম গোলটাও করেছিলেন তিনি।
তবে মঙ্গলবার ম্যাচের পর ভাইরাল হয়েছে একটি ভিডিও। যেখানে মেসির সঙ্গে রামা প্যানতোরোত্তো নামের এক সাংবাদিকের কথা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে সেই ভিডিও পোস্ট করেন রামা। যেখানে লেখা ছিল, ‘প্রথম ম্যাচের দিনে আমার মায়ের দেয়া সৌভাগ্য কবজ এনে মেসিকে দিয়েছিলাম। আমি জানতাম না সে (মেসি) এটা রেখেছে, নাকি ফেলে দিয়েছে। তাই তাকে জিজ্ঞেস করেছিলাম। এরপরই মেসি তার মোজায় রাখা সেই সৌভাগ্য কবজ আমাকে দেখিয়েছিল।’
সাংবাদিক রামার মায়ের কথায় সৌভাগ্য কবজ পরেছিলেন মেসি। আর্জেন্টাইন তারকার মোজায় ভেতরের সেই রক্ষা কবজ দেখার পর ক্যামেরার সামনে এসে রামা বললেন, ‘মা সে (মেসি) সৌভাগ্য কবজ পরেই খেলেছে। এটা অবিশ্বাস্য!’
সাংবাদিক রামার সঙ্গে মেসির কথোপকথনের ভিডিও:
সারাবাংলা/এসএন