পাকিস্তানের বিপক্ষে প্রথমে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা থাকলেও সেটা কমিয়ে আনা হয়েছে তিনটিতে। পাকিস্তান সফরে বাংলাদেশের তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি শুরু হচ্ছে আজ (বুধবার) রাত ৯টায়। লাহোরেই অনুষ্ঠিত হবে সিরিজে বাকি দুই ম্যাচ।
এই সিরিজকে সামনে রেখে ব্রডকাস্টারদের তালিকা প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বাংলাদেশে সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস ও ট্যাপম্যাড। পাকিস্তানে টেন স্পোর্টস ও এ স্পোর্টস এইচডি। লাইভ স্ট্রিমিং করে দেখা যাবে তামাশা ও ট্যাপম্যাডে।
উত্তর আমেরিকায় উইলো, আফ্রিকা অঞ্চলে সুপার স্পোর্ট, যুক্তরাজ্যে এআরওয়াই ডিজিটাল, মধ্যপ্রাচ্য ক্রিকবাজ ও শ্রীলংকায় সরাসরি খেলা দেখা যাবে ডায়ালগে।
এই সিরিজ গত ২৫ মে শুরু হওয়ার কথা থাকলেও ভারত-পাকিস্তান সংঘাতের প্রভাবে তিন দিন পিছিয়ে যায়। কারণ অনির্দিষ্টকাল স্থগিত থাকার পর পাকিস্তান সুপার লিগের সূচিও নতুন করে সাজানো হয়। যেটা এই সিরিজের সাথে ছিল সাংঘর্ষিক। আজ সিরিজের প্রথম প্রথম ম্যাচ। দ্বিতীয় ম্যাচ ৩০ মে, শেষ ম্যাচ ১ জুন।