২০২৩ সালের এশিয়ান গেমসের পর আবারও আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান। আজ রাত ৯টায় লাহোরে তিন ম্যাচে টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে মাঠে নামছে দুই দল। একই ভেন্যুতে আগামী ৩০ মে ও ১ জুন অনুষ্ঠিত হবে বাকি দুই ম্যাচ।
এখন পর্যন্ত বাংলাদেশ-পাকিস্তান মুখোমুখি দেখায় খেলেছে ১৯টি ম্যাচে। এর মধ্যে বাংলাদেশ জিতেছে কেবল তিনটিতে। সর্বশেষ জয় পেয়েছে এশিয়ান গেমসে। তবে সেই ম্যাচে বাংলাদেশ কিংবা পাকিস্তানের প্রথম সারির ক্রিকেটারদের কেউই ছিলেন না।
এর আগের দুই জয় ছিল ২০১৬ এশিয়া কাপ ও ২০১৫ সালে পাকিস্তানের বাংলাদেশ সফরের একমাত্র টি-টোয়েন্টিতে।বাংলাদেশের তিন জয়ের বিপরীতে পাকিস্তানে এগিয়ে ১৬ টি ম্যাচ জিতে।
বাংলাদেশ স্কোয়াড:
লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলী, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, শেখ মাহেদী হাসান, তানভীর ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব ও শরিফুল ইসলাম।
পাকিস্তান স্কোয়াড:
সালমান আলি আঘা (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস রউফ, হাসান আলি, হাসান নবাজ, হুসেইন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), আব্বাস আফ্রিদি, মোহাম্মদ ইরফান খান, নাসিম শাহ, সাহিবজাদা ফারহান ও সাইম আইয়ুব।