ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইপর্বের প্রস্তুতি ক্যাম্পে ডাক পেয়ে ইতালি থেকে সৌদি আরবে ছুটে গিয়েছিলেন ফাহামিদুল ইসলাম। প্রস্তুতি ম্যাচে হ্যাটট্রিকও করেন, কিন্তু ভারতের বিপক্ষে বাংলাদেশের চূড়ান্ত স্কোয়াডে জায়গা হয়নি এই প্রবাসী ফুটবলারের। তবে এবারের ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচ ও সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচের জন্য ক্যাম্পে ডাক পেয়েছেন তিনি। ক্যাম্পে যোগ দিতে আজ সকাল ৮টা ২১ মিনিটে ইতালি থেকে ঢাকায় এসে পৌঁছান এই তরুণ ফুটবলার।
ভারত ম্যাচের স্কোয়াডে থাকলে হয়তো হামজা চৌধুরীর সাথে অভিষেক হয়ে যেতে পারত তারও। ফাহামিদুলকে বাদ দেয়ার পর ফুঁসে উঠে দেশের বেশকিছু ফুটবল সমর্থকগোষ্ঠী। রাস্তায় নেমে বিক্ষোভ মিছিলও করে তারা। যদিও শেষ পর্যন্ত তাকে ছাড়াই ভারতের বিপক্ষে ম্যাচে খেলে আসে বাংলাদেশ। তবে এবার তার মূল স্কোয়াডে থাকার সম্ভাবনা বেশ প্রবল।
বর্তমানে ইতালির চতুর্থ ডিভিশনের ক্লাব ওলবিয়া কালসিওতে খেলছেন বাংলাদেশের ফেনীর ছেলে ফাহামিদুল। এর আগে একই ডিভিশনের লিগোরন ও লিভরনোতে খেলেছেন এই তরুণ মিডফিল্ডার।
আগামী ১০ জুন জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশের প্রতিপক্ষ সিঙ্গাপুর। এই ম্যাচ জিতলে এশিয়ান কাপ খেলার পথে অনেকটাই এগিয়ে যাবে বাংলাদেশ। সেই লক্ষ্যে ৩০ মে থেকে শুরু হচ্ছে প্রস্তুতি ক্যাম্প। ৪ জুন প্রীতি ম্যাচে খেলবে ভুটানের বিপক্ষে। সেই ম্যাচ দিয়েই জাতীয় দলে অভিষেক হতে পারে ফাহামিদুলের।