তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে আজ (বুধবার) রাতে বাংলাদেশের মুখোমুখি হচ্ছে পাকিস্তান। লাহোরে আজ রাত ৯টায় শুরু হবে ম্যাচটি। এই ম্যাচের আগে পাকিস্তানের ঘোষিত স্কোয়াডে এসেছে একটি পরিবর্তন। সাইড স্ট্রেইনের চোটে স্কোয়াড থেকে ছিটকে গেছেন পেসার মোহাম্মদ ওয়াসিম জুনিয়র। তার বদলি হিসেবে নেয়া হয়েছে আব্বাস আফ্রিদিকে।
আজ পিসিবির দেয়া বিবৃতি থেকে জানা গেছে, পিএসএল চলাকালীন পায়ের পেশিতে চোট পেয়েছেন ওয়াসিম। নির্ধারিত সময়ে সেরে উঠতে না পারায় তার বিকল্প হিসেবে আব্বাস্কে নেয়া হয়েছে।
পিএসএলের সর্বশেষ আসরের ফাইনালে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে লাহোর কালান্দার্সের হয়ে খেলার কথা থাকলেও সেই চোটে ছিটকে যান ওয়াসিম। তার বদলি হিসেবে জাতীয় দলে ডাক পাওয়া আব্বাস এবার পিএসএলে ছিলেন ভালো ছন্দে। করাচি কিংসের হয়ে ১১ ম্যাচে নিয়েছেন ১৭ উইকেট। জাতীয় দলের হয়ে ইতোমধ্যে ২০টি আন্তর্জাতিক টি-টোয়েন্টিও খেলেছেন তিনি।
বাংলাদেশ স্কোয়াড:
লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলী, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, শেখ মাহেদী হাসান, তানভীর ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব ও শরিফুল ইসলাম।
পাকিস্তান স্কোয়াড:
সালমান আলি আঘা (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস রউফ, হাসান আলি, হাসান নবাজ, হুসেইন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), আব্বাস আফ্রিদি, মোহাম্মদ ইরফান খান, নাসিম শাহ, সাহিবজাদা ফারহান ও সাইম আইয়ুব।