হামজা চৌধুরী এসে খেলে গেছেন, আসছেন শমিত সোম। তার সাথে অভিষেকের অপেক্ষায় আছেন তরুণ ফাহামিদুল ইসলামও। এই তিনে মিলে বাংলাদেশ দলের মাঝমাঠ জমজমাট। আগামী ০৪ জুন ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচ ও ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচের জন্য আজ ঘোষিত দলে আছেন এই তিনজনও। তাদের দলে পেয়ে কোচ হাভিয়ের কাবরেরাও আজ সংবাদ সম্মেলনে বললেন, দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের মাঝমাঠই অন্যতম সেরা।
হামজা, শমিত, ফাহামিদুলদের নিয়ে কাবরেরা বলেন, ‘নিঃসন্দেহে, দক্ষিণ এশিয়ায় আমাদের মিডফিল্ড অন্যতম সেরা। হামজা, সামিতের মতো খেলোয়াড়রা অনেক গুণসম্পন্ন। সামিতের মানিয়ে নিতে কিছু সময় লাগবে কারণ সে কানাডা থেকে এসেছে, দীর্ঘ ভ্রমণ ও ভিন্ন আবহাওয়ার কারণে।’
এর আগে ভারতের বিপক্ষে ম্যাচের আগে প্রস্তুতি ক্যাম্পে ফাহামিদুল ডাক পেলেও মূল স্কোয়াডে থাকা হয়নি তার। সৌদি আরব থেকেই ইতালিতে ফিরে যান এই প্রবাসী ফুটবলার।
এবার তাকে প্রাথমিক দল রাখা নিয়ে কোচ কাবরেরা বলেন, ‘‘সে একজন প্রতিশ্রুতিশীল খেলোয়াড়, নিঃসন্দেহে। কিন্তু এমন সব প্রতিভাবান তরুণ খেলোয়াড়দের ক্ষেত্রে আমাদের ধৈর্য ধরতে হবে এবং ধাপে ধাপে এগোতে হবে। আমি মার্চ মাসে তাকে ডাক দেওয়ার সময় যেমন করেছিলাম, তেমনি নিয়মিত তার খবর নিচ্ছিলাম, তার ক্লাবের স্পোর্টস ডিরেক্টরের সাথেও কথা বলেছি। তাকে আমরা পর্যবেক্ষণে রেখেছি। আমি মনে করি সে এই ক্যাম্পে দলকে কিছু দিতে পারে।’