Friday 17 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সেনেগালকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া


২৮ জুন ২০১৮ ২০:৫১ | আপডেট: ২৯ জুন ২০১৮ ০০:২২

স্পোর্টস ডেস্ক ।।

রাশিয়া বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছিল সেনেগাল-কলম্বিয়া। সামারা স্টেডিয়ামে মাঠে নেমে প্রথমার্ধে গোলশূন্য থাকলেও, দ্বিতীয়ার্ধে ইয়েরি মিনার গোলে ১-০ জয় তুলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই শেষ ষোলো নিশ্চিত করলো কলম্বিয়া। অন্য ম্যাচে পোল্যান্ডের কাছে ১-০ গোলে হেরে গেছে জাপান। কিন্তু সেনেগাল ও জাপানের পয়েন্ত ও গোল ব্যবধান সমান হওয়ার পরেও কম হলুদ কার্ড হওয়ার কারণে পরের পর্বে চলে গেছে জাপান।

বিজ্ঞাপন

নকআউট পর্বে যেতে শুরু থেকেই লড়াই চালিয়ে যায় দু’দল। ম্যাচের ৯ মিনিটে ফাউল থেকে ফ্রি-কিক পায় সেনেগাল। সেখান থেকে শট নেন সেনেগাল ফরোয়ার্ড কেইটা বালদে। তবে তার নেয়া শট থামিয়ে দেন কলম্বিয়া গোলরক্ষক ডেভিড ওসপিনা। এরপর ম্যাচের ১৭ মিনিটে ডি-বক্সে সেনেগাল ফরোয়ার্ড সাদিও মানেকে ফাউল করেন কলম্বিয়ার ডিফেন্ডার ডেভিসন সানচেজ। তাতেই পেনাল্টি দেন রেফারি। তবে ভিডিও রেফারির সিদ্ধান্তে সেই পেনাল্টি বাতিল করা হয়।

ম্যাচের ২০ মিনিটে আবারো ফ্রি-কিক পায় সেনেগাল। তবে সেখান থেকে এমবায়ে নিয়াং ফ্রি-কিক থেকে নেয়া শট এবারো থামিয়ে দিলেন কলম্বিয়ান গোলরক্ষক ওসপিনা। এরপর ম্যাচের ৩১ মিনিটে ইনজুরির কারণে ব্রাজিল বিশ্বকাপে গোল্ডেন বুট জয়ী তারকা হামেশ রদ্রিগেজকে উঠিয়ে তার বদলি হিসেবে ফরোয়ার্ড লুইস মুরিয়েলকে মাঠে নামান কলম্বিয়া কোচ।

৩৬ মিনিটে সাদিও মানেকে ফাউল করেন মডিফিল্ডার কার্লোস সানচেজ, আর তাতেই ফ্রি-কিক পায় সেনেগাল। তবে ফ্রি-কিক থেকে লক্ষ্যহীন শট খেলেন মিডফিল্ডার সালিফ সানে। এরপর এগিয়ে যেতে একের পর এক আক্রমণ চালায় দু’দল। বিরতিতে যাওয়ার আগে ম্যাচের ৪৫ মিনিটে সেনেগাল ফরোয়ার্ড ইসমাইলা সারকে ফাউল করে হলুদ কার্ড দেখেন কলম্বিয়ান ডিফেন্ডার ইয়োহান মোজিকা। এরপর আর গোল না হলে, গোলশূন্য থেকেই বিরতিতে যায় দু’দল।

বিজ্ঞাপন

বিরতির পর মাঠে নেমে আবারো লড়াই চালায় দু’দল। ম্যাচের ৫১ মিনিটে কলম্বিয়ান ডিফেন্ডার ইয়েরি মিনাকে ফাউল করে হলুদ কার্ড দেখেন সেনেগাল ফরোয়ার্ড এমবায়ে নিয়াং। এরপর ম্যাচের ৬২ মিনিটে ফ্রি-কিক পায় সেনেগাল। তবে কলম্বিয়ার ডি-বক্সের সামান্য বাইরে থেকে লক্ষ্যহীন শট খেলে গোলের সুযোগ নষ্ট করেন সাদিও মানে।

ম্যাচের ৭৪ মিনিটে দারুণ গোলে দলকে এগিয়ে দেন কলম্বিয়ান ডিফেন্ডার ইয়েরি মিনা। কর্নার থেকে উড়ে আসা বল থেকে গোল করেন তিনি। এরপর ম্যাচের উত্তেজনা ছড়ায়। ম্যাচে ফিরতে সেনেগাল খেলোয়াড়রা আক্রমণ করতে থাকলেও কলম্বিয়ার জাল সুরক্ষিত রাখেন ডেভিড ওসপিনা।

শেষদিকে একের পর এক আক্রমণ করলেও কলম্বিয়ার জালে আর বল জড়াতে পারেনি সেনেগালের খেলোয়াড়রা। আর তাতেই ১-০ গোলে জয় তুলে শেষ ষোলো নিশ্চিত করে কলম্বিয়া।

 

সারাবাংলা/এসএন

বিজ্ঞাপন

ধরা পড়লো সাইফের ওপর হামলাকারী
১৭ জানুয়ারি ২০২৫ ১৯:২১

বকেয়া বেতন পেয়েই এমন জয় রাজশাহীর
১৭ জানুয়ারি ২০২৫ ১৯:১৪

আরো

সম্পর্কিত খবর