Wednesday 16 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সভাপতির দায়িত্ব নিতে বিসিবিতে বুলবুল

স্পোর্টস করেসপন্ডেন্ট
৩০ মে ২০২৫ ১৭:৪১

বিসিবির সভাপতি হচ্ছেন আমিনুল ইসলাম বুলবুল

বিসিবি সভাপতির পদ থেকে সদ্য সাবেক হওয়া ফারুক আহমেদের জায়গায় আসছেন সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। আজ (শুক্রবার) জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) সচিব  সচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক আনুষ্ঠানিক বিবৃতিতে বুলবুলকে পরিচালক হিসেবে মনোনীতও করা করেছে।

বোর্ড সভাপতির দায়িত্ব নিতে আজ বিকেল ৫টা নাগাদ বিসিবি কার্যালয়ে এসেছেন তিনি। তাকে বোর্ড সভাপতি হিসেবে নির্বাচিত করতে আজ বৈঠক বসেছেন পরিচালকরা। বিসিবি কার্যালয়ে তিনি প্রবেশ করার সময় তাকে বরণ করে নিতে স্লোগানও দেন অনেকে।

বুলবুলকে পরিচালক হিসেবে মনোনীত করে এনএসসির বিজ্ঞপ্তি

 

বিজ্ঞাপন

 

 

 

 

 

 

 

 

গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর এনএসসি কর্তৃক মনোনীত কাউন্সিলর হিসেবে বোর্ডে আসেন ফারুক। এরপর পরিচালক পদ নিয়ে, বাকি পরিচালকদের ভোটে সভাপতি হিসেবে দায়িত্ব নেন। যেহেতু সেই কাউন্সিলরশিপই থাকছে না, সেহেতু বোর্ড সভাপতি হিসেবে ফারুকের থাকার কোনো নিয়মও নেই।

এর আগে গত রাতে (বৃহস্পতিবার) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদের ওপর অনাস্থা প্রকাশ করে গতকাল (বৃহস্পতিবার) জাতীয় ক্রীড়া পরিষদে চিঠি দেন বোর্ডের ৮ পরিচালক। সেই চিঠি আমলে নিয়ে আনুষ্ঠানিকভাবে ফারুক আহমেদের কাউন্সিলরশিপের মনোনয়ন বাতিলের ঘোষণা দেয় এনএসসি। তাই বিসিবি সভাপতির পদ থেকেও নিয়মানুযায়ী অপসারিত হয়ে যান তিনি।

সারাবাংলা/জেটি

আমিনুল ইসলাম বুলবুল জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ফারুক আহমেদ বিসিবি বিসিবি সভাপতি

বিজ্ঞাপন

বরিশালে এনসিপির পদযাত্রা
১৬ জুলাই ২০২৫ ০১:৪৩

আরো

সম্পর্কিত খবর