Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্ব চ্যাম্পিয়নদের অভিশাপ


২৮ জুন ২০১৮ ২৩:৩৩

।। স্পোর্টস ডেস্ক ।।

ফুটবলের সবচেয়ে মর্যাদার আসর বিশ্বকাপ প্রতিবারই কোনও না কোনও চমকের জন্ম দেয়। তাই বলা যায়- বিশ্বকাপ একটা ‘ম্যাজিক বাক্স’। কখন কি হবে ঠাওর করার উপায় নেই। চমকের অভাব নেই। এই ধরুন জার্মানির কথাই।

২০১৪ সালের চ্যাম্পিয়নরাই পরের বিশ্বকাপে বাদ পড়লো গ্রুপ পর্ব থেকে। কিন্তু তারাই ফিফা র‌্যাঙ্কিংয়ে সবার উপরে থেকে ফেভারিটের তকমা নিয়েই বিশ্বকাপ খেলতে এসেছিল। সবশেষ কনফেডারেশন কাপও তাদের বগলদাবায়। বিশ্বচ্যাম্পিয়নদের কিনা বিদায় ঘণ্টা বাজলো গ্রুপ পর্বেই।

যদিও আগের আসরে চ্যাম্পিয়ন হয়ে পরের আসরে গ্রুপ পর্ব থেকে বাদ পড়া নতুন কিছু নয় বিশ্বকাপে। এর আগেও ছয়বার এমন ঘটনা ঘটেছে। এ বিশ্বকাপের মাধ্যমে একটা লিগেসিও হয়ে গেছে বলা যায়।

টানা তিন বিশ্বকাপে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা বাদ পড়েছে গ্রুপ পর্ব থেকেই। গত পাঁচ আসরের চারবারই ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা বিদায় নিয়েছে নক আউট পর্বে না উঠেই। জার্মানি টানা বাদ পড়ার রেকর্ডে পা রেখেছে। ২০০৬ থেকে শুরু হয়েছে এই লিগেসি। ইতালি ২০০৬ চ্যাম্পিয়ন হয়ে ২০১০ আসরে বিদায় নিয়েছে গ্রুপ পর্বেই। ২০১০ সালের চ্যাম্পিয়ন স্পেন তার পরের আসরেই এসে গ্রুপ পর্ব বিদায় নিয়ে ঘরে ফিরেছে। ২০১৪ সালের চ্যাম্পিয়ন জার্মানি রাশিয়ায় এসে সেই অভিশাপ লিগেসি অনুসরণ করেছে বলা যায়।

এর আগেও ফ্রান্স ১৯৯৮ সালে বিশ্বকাপ ঘরে তুলে ২০০২ সালে ছিটকে পড়েছে গ্রুপ পর্ব থেকেই। মাঝে শুধু ব্রাজিলই সেই ধারা অব্যাহত রাখতে পারেনি! ২০০২ সালে বিশ্বকাপজয়ী ব্রাজিল পরের আসর বিদায় নিয়েছে কোয়ার্টার ফাইনালে গিয়ে। তবে, ব্রাজিলও ১৯৫৮ ও ১৯৬২ টানা বিশ্বকাপ জিতে ১৯৬৬‘র আসরে বিদায় নিয়েছিল। ইতালিও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হয়ে বিদায় নিয়েছিল ১৯৫০ সালে।

বিজ্ঞাপন

ব্যাপারটা এমন দাঁড়িয়েছে যে, চ্যাম্পিয়ন হলেই পরের আসরে লজ্জ্বাজনক বিদায় নিতে হচ্ছে গ্রুপ পর্ব থেকেই। জার্মানির বিদায়ের পর তাই অনেক ফুটবলভক্তের শঙ্কা এবার কে হচ্ছে চ্যাম্পিয়ন।

সারাবাংলা/জেএইচ

বিশ্বকাপ ২০১৮

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর