আরও কঠিন পরীক্ষা আর্জেন্টিনার, মেক্সিকো ধাঁধায় ব্রাজিল
২৯ জুন ২০১৮ ০০:০০ | আপডেট: ২৯ জুন ২০১৮ ০০:০২
জাহিদ হাসান এমিলি
এশিয়ার দলগুলোর জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জিং হয় বিশ্বকাপের মঞ্চে নক আউট পর্বে ওঠার। দক্ষিণ কোরিয়া আশা জাগিয়ে হয়তো পারে নি তবে আলো ছড়িয়েছে সনের দল। এদিকে জাপান এশিয়ার হয়ে এবার নক আউটে পা রেখেছে। যেটা এশিয়ার জন্যই শুভ সংবাদ। দলটা কলম্বিয়ার মতো দলকে হারিয়েছে। আবার ভালো ফুটবল খেলেই আসলে শেষ ১৬ নিশ্চিত করেছে।
তাদের খেলার মধ্যে এবার নতুন যে জিনিসটি যোগ হয়েছে বলে মনে হয়েছে তাহলো- বল নিয়ন্ত্রণ ও ছোট পাসের পসরা। বহুবছর একসঙ্গে আছে দলটি। নিজেদের মধ্যে সমঝোতা ভালো দলটির।
সেই সঙ্গে ইংল্যান্ড বা বেলজিয়ামকে প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে জাপান। দুটি দলই এ বিশ্বকাপের ফেভারিটদের তালিকায় আছে। কঠিন পরীক্ষার মুখে এশিয়ার দলটি। ইংল্যান্ড আর বেলজিয়াম দুই দলই গোল বন্যায় ভাসাচ্ছে দলগুলোকে। একদিকে লিঙ্গার্ড-হ্যারিকেইন আর অন্যদিকে হ্যাজার্ড আর লুকাকু আছে সেরা ফর্মে। নিজেদেরই যেন ছাড়িয়ে যাচ্ছেন বিশ্বকাপ মঞ্চে।
এদিকে নক আউট পর্বে আর্জেন্টিনার জন্য কঠিন পরীক্ষা অপেক্ষা করছে। এ বিশ্বকাপে সবচেয়ে ভারসাম্য রাখা দলগুলোর একটি ফ্রান্স। প্রতিপক্ষ হিসেবে মেসিরা পাচ্ছে উমতিতি-দেম্বেলে-পগবা-এমবাপেদের। তরুণ নির্ভর ফ্রান্স দলটা যদিও গ্রুপ সেভাবে নিজেদের নামের বিচার করতে পারেনি। আলো ছড়াতে পারে নি সেই অর্থে। আর্জেন্টিনাও খুড়িয়ে খুড়িয়ে বিশ্বকাপে এসে শেষ ম্যাচে নাইজেরিয়াকে সঙ্গে শ্বাসরুদ্ধকর জয়ে নক আউটে পা রেখেছে। তাই আলবেসিলেস্তেদের জন্যও ম্যাচ কঠিন হবে ভালো।
বলা যায় শেষ ষোলর সবচেয়ে হাইভোল্টেজ শো হতে যাচ্ছে ম্যাচটি। একদিকে আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা তরুণ ও গতি নির্ভর ফ্রান্স। অন্যদিকে আত্মবিশ্বাস ফিরে পাওয়া অভিজ্ঞ ও তরুণ মিশেলে আর্জেন্টিনা। ম্যাচটা দুই দলের জন্যে কঠিন হবে। মুখিয়ে আছি ম্যাচটা দেখার জন্য।
এদিকে আবার সালেসাও ব্রাজিলরাও দুর্দান্তভাবে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নক আউটে মেক্সিকোকে পাচ্ছে। একদিকে এ বিশ্বকাপের সবচেয়ে ফেভারিট দল। অন্যদিকে এ বিশ্বকাপে জার্মানিকে হারিয়ে চমক দেখানো মেক্সিকো। দুই দলই সম্ভবত বড় দুই তারকাকে হারানোর শঙ্কায় আছে। ব্রাজিল হারাতে পারে মার্সেলোকে। অন্যদিকে মেক্সিকো তাদের ভরসাকে হারানোর ভয়ে আছে।
তবে ব্রাজিল-মেক্সিকো নি:সন্দেহে হাইভোল্টেজ ম্যাচ হবে। দুই দলই শক্তিশালী। মেক্সিকোর মধ্যে গতবারের জার্মানিকে দেখতে পাচ্ছি। আর ব্রাজিলতো এবার সবচেয়ে ফেভারিটই।
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক