দ্বিতীয় রাউন্ডে কে কাকে পেল?
২৯ জুন ২০১৮ ০২:৫৯
সারাবাংলা ডেস্ক।।
বেলজিয়াম, ইংল্যান্ডের গ্রুপ চ্যাম্পিয়ন আর রানার আপ ঠিক হওয়াটাই শুধু বাকি ছিল। এর পরেই ঠিক হয়ে গেছে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে কোন দলের প্রতিপক্ষ কারা। সমীকরণ বলছে, দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনা ফ্রান্সকে হারালে আর উরুগুয়ের সঙ্গে মেসি জিতলে কোয়ার্টার ফাইনালেই দেখা হয়ে যাচ্ছে মেসি-রোনালদোর। আর আর্জেন্টিনা ও ব্রাজিল যদি নিজে নিজে ম্যাচ জিতে সেমিফাইনালে ওঠে, তাহলে সেখানেই দেখা হয়ে যাচ্ছে তাদের।
অন্যদিকে স্পেন ও ইংল্যান্ড নিজেদের অর্ধে তুলনামূলক সহজ প্রতিপক্ষ পাচ্ছে। নিজ নিজ ম্যাচ জিতলে সেমিফাইনালের আগে তাদের দেখা হওয়ার সম্ভাবনা নেই। কলম্বিয়া, ইংল্যান্ড, সুইডেন বা সুইজারল্যান্ডের কেউ সেমিফাইনালে খেলছে নিশ্চিতভাবেই।
এক নজরে শেষ ষোলোর ড্র
ফ্রান্স-আর্জেন্টিনা (৩০ জুন, রাত ৮টা)
উরুগুয়ে-পর্তুগাল (৩০ জুন, রাত ১২টা)
স্পেন-রাশিয়া (১ জুলাই, রাত ৮টা)
ক্রোয়েশিয়া-ডেনমার্ক (১ জুলাই, রাত ১২টা)
ব্রাজিল-মেক্সিকো (২ জুলাই, রাত ৮টা)
বেলজিয়াম-জাপান (২ জুলাই , রাত ১২টা)
সুইডেন-সুইজারল্যান্ড (৩ জুলাই, রাত ৮টা)
কলম্বিয়া-ইংল্যান্ড (৩ জুলাই, রাত ১২টা)