Friday 18 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শরিফুলের পাকিস্তান সিরিজ শেষ

স্পোর্টস করেসপন্ডেন্ট
৩১ মে ২০২৫ ২৩:৩৮ | আপডেট: ১ জুন ২০২৫ ০০:২২

চোটের কারণে বাংলাদেশ একাধিক ক্রিকেটার ছিটকে গেছেন পাকিস্তান সিরিজ থেকে। সেই তালিকাটা এবার আরও লম্বা হলো। তরুণ পেসার শরিফুল ইসলাম ছিটকে গেলেন পাকিস্তান সিরিজ থেকে।

গতকাল সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে প্রথম ওভারে বোলিং করার সময় পায়ে চোট পান শরিফুল। ওভারের তৃতীয় বল করার পর চোটের কারণে মাঠের বাহিরেই যেতে হয় তাকে। ওই ওভারের বাকি বোলিং করেছেন শামীম পাটোয়ারী।

আজ জানা গেল বড় চোটই পেয়েছেন শরিফুল। তাকে মাঠের বাহিরে থাকতে হবে দুই থেকে তিন সপ্তাহ। অর্থাৎ আগামীকাল অনুষ্ঠিত হতে যাওয়া পাকিস্তানের বিপক্ষে শেষ টি-টোয়েন্টি ম্যাচটা আর খেলা হচ্ছে না শরিফুলের। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিজ্ঞাপন

শনিবার (৩১ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবির চিকিৎসক দেলোয়ার হোসেন বলেন, ‘এমআরআই স্ক্যানসহ পরবর্তী মেডিকেল পরীক্ষানিরীক্ষা করে দেখা গেছে, তার ডান পাশের রেক্টাস ফেমোরিস মাংসপেশিতে গ্রেড ওয়ান মাত্রার টান লেগেছে।’

এর আগে চোটের কারণে পাকিস্তান সিরিজ থেকে ছিটকে গেছেন তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও সৌম্য সরকার। সিরিজ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন অপর পেসার নাহিদ রানা। সিরিজের শেষভাগে এসে শরিফুলকেও হারাল বাংলাদেশ।

উল্লেখ্য, তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচটা মাঠে গড়াবে আগামীকাল। বাংলাদেশ ইতোমধ্যেই অবশ্য সিরিজ জয় নিশ্চিত করেছে। সিরিজের প্রথম দুই ম্যাচেই বড় ব্যবধানে জিতেছে স্বাগতিক পাকিস্তান।

সারাবাংলা/এসএইচএস

শরিফুল ইসলাম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর