অসুস্থতার গুঞ্জনে খেপেছেন ম্যারাডোনা
২৯ জুন ২০১৮ ১৫:৪০
সারাবাংলা ডেস্ক।।
নাইজেরিয়ার সঙ্গে আর্জেন্টিনা ম্যাচেই গ্যালারি বার বার খুঁজে নিচ্ছিল তাঁকে। গোলের পর কখনো বিচিত্র আবার কখনো করেছেন অশালীন অঙ্গভঙ্গি। ম্যাচ শেষে জানা গেল, ডিয়েগো ম্যারাডোনাকে অসুস্থ হওয়ায় হাসপাতালে নেওয়া হয়েছে। পরে অবশ্য ম্যারাডোনা বলেছেন, তাঁর তেমন কিছু হয়নি। শুধু প্যারামেডিকের পরামর্শ নিতে হয়েছে। তবে অসুস্থতার গুঞ্জন ছড়ানোয় প্রচারমাধ্যমের ওপর খেপেছেন বিশ্বকাপজয়ী এই আর্জেন্টাইন।
আর্জেন্টিনার প্রতি ম্যাচেই ম্যারাডোনাকে বার বার দেখা গেছে মাঠে। নাইজেরিয়ার সঙ্গে তো তাঁকে ঘুমিয়ে পড়তেও দেখা গেছে। তবে ম্যারাডোনা বলছেন, তিনি সুস্থ আছেন পুরোপুরি, ‘আমি একদম ঠিক আছি, এমন আগে কখনো ছিলাম না। অনেকেই বলেছে আমাকে নাকি স্ট্রেচারে করে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যেতে হয়েছে। কিন্তু এওরকম কিছুই হয়নি। টেলেসারের (যে টিভি চ্যানেলের হয়ে বিশেষজ্ঞ হিসেবে কাজ করেন), আমরা বিশ্বাস করতে পারিনি কীভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে এত বড় একটা মিথ্যা কথা ছড়াল। যেটা কি না এভাবে ভাইরাল হয়ে গেল। ’
ম্যারাডোনা বলেছেন, এমন খবর ছড়ানোয় তাঁর পরিবারও অনেক উৎকন্ঠায় ছিল, ‘এই খবরে খুবই খেপেছি আমি। আমার বোন আমাকে ফোন করেছে আমি সুস্থ কি না জানার জন্য। আমি ওকে বলেছি, আমার আসলে কী করার আছে? আমার ভাই ইতালিতে থাকে, ভাতিজা যুক্তরাষ্ট্রে থাকে, ওরাও চিন্তিত ছিল। খারাপ খবর তো ভালো খবরের আগে ছড়ায়। ’
‘আমি সুস্থই আছি। আমি সবাইকে বলেছি টেলেসার দেখতে যে আমি ঠিক আছি কি না। যারা আসলে বোঝে না, তাদের ভিক্টর হুগোও বোঝাতে পারবে না।’
কালই ফ্রান্সের সঙ্গে দ্বিতীয় রাউন্ডে খেলবে আর্জেন্টিনা। তার আগে আজ ম্যারাডোনা সময় দেবেন নয় বছর বয়সী নাতি বেঞ্জামিনকে। আগুয়েরো ও ম্যারাডোনার মেয়ে জিয়ান্নিনার ঘর আলো করে এসেছিল বেঞ্জামিন, যদিও দুজনের মধ্যে ছাড়াছাড়ি হয়ে গেছে আগেই।
সারাবাংলা/ এএম