Wednesday 14 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

র‌্যাংকিংয়ে তামিম-ইমনের উন্নতি

স্পোর্টস করেসপন্ডেন্ট
৪ জুন ২০২৫ ১৮:১০

পাকিস্তান সিরিজটা হতাশারই কেটেছে বাংলাদেশের। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজ হেরে পাকিস্তানে গিয়েছিল বাংলাদেশ। সেখানেও হতাশা থেকে মুক্তি মিলেনি। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সবকটা ম্যাচই হেরেছে বাংলাদেশ। তবে তরুণ ওপেনার তানিজদ হাসান তামিম দারুণ ব্যাটিং করেছেন। অপর তরুণ ওপেনার পারভেজ হোসেন ইমন শেষ ম্যাচে রান পেয়েছেন। তাতে র‌্যাংকিং থেকে সু-খবরও পেলেন দুজন।

বুধবার (৪ জুন) পুরুষ র‌্যাংকিংয়ে সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে আইসিসি। র‌্যাংকিংয়ে বড় উন্নতি হয়েছে তামিমের। সিরিজের তিন ম্যাচে ৩১, ৩৩ ও ৪২ রানের ঝড়ো তিনটা ইনিংস খেলা তামিম উঠে এসেছেন ক্যারিয়ার সেরা ৫৩তম অবস্থানে। আর সিরিজের শেষ ম্যাচে ৬৬ রানের ঝড়ো একটা ইনিংস খেলা পারভেজ হোসেন ইমন ২৮ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৯৫তম অবস্থানে।

বিজ্ঞাপন

বাংলাদেশ সিরিজে দুর্দান্ত একটা সেঞ্চুরি করেছেন পাকিস্তানের মোহাম্মদ হারিস। পাকিস্তানের টপ অর্ডার ব্যাটারের তাতে বিশাল উন্নতি হয়েছে। র‌্যাংকিংয়ে ২১০ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৩০তম অবস্থানে। অপর পাকিস্তানি ব্যাটার হাসান নাওয়াজ ৫৭ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৫৭তম অবস্থানে।

বোলিংয়ে উন্নতি হয়েছে পাকিস্তানের আব্বাস আফ্রিদির। শেষ ম্যাচে ২৬ রানে ২ উইকেট নেওয়া আফ্রিদি ১৮ ধাপ এগিয়ে উঠে এসেছেন ১৯তম অবস্থানে।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

কুয়েটে ভর্তি পরীক্ষা কাল
১৪ জানুয়ারি ২০২৬ ২২:৩৪

আরো