Thursday 17 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশের নতুন ওয়ানডে অধিনায়ক মিরাজ

স্পোর্টস করেসপন্ডেন্ট
১২ জুন ২০২৫ ১৯:৩২ | আপডেট: ১২ জুন ২০২৫ ১৯:৩৬

তিন সংস্করণে তিন অধিনায়কের যুগে আবারও ঢুকতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট। নাজমুল হোসেন শান্তর জায়গায় ওয়ানডে ফরম্যাটে অধিনায়কের দায়িত্ব পাচ্ছেন মেহেদি হাসান মিরাজ। তাতে বাংলাদেশ ক্রিকেটের তিন সংস্করণে তিন অধিনায়ক হতে যাচ্ছে।

কদিন আগে টি-টোয়েন্টি দলের নেতৃত্ব পেয়েছেন লিটন কুমার দাস। ওয়ানডে ও টেস্ট দলের নেতৃত্ব ছিল নাজমুল হোসেন শান্তর কাঁধে। নাজমুলকে সরিয়ে মিরাজকে বেছে নেওয়া হচ্ছে ওয়ানডের অধিনায়ক হিসেবে।

বৃহস্পতিবার (১২ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে মিরাজকে ওয়ানডের নেতৃত্ব দেওয়ার বিষয়টি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগে থেকে টেস্ট ও ওয়ানডে দলের নেতৃত্বে থাকা নাজমুল হোসেন শান্তর টেস্ট অধিনায়কত্বের মেয়াদ এক বছর বাড়ানো হয়েছে।

বিজ্ঞাপন

আসন্ন শ্রীলংকা সফর থেকেই ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন মিরাজ। আগামী ২, ৫ ও ৮ জুলাই শ্রীলংকায় দলটির বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। সর্বশেষ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির পর এই প্রথম ওয়ানডে ফরম্যাটে খেলতে নামছে বাংলাদেশ।

এর আগে বিভিন্ন সময় ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেব দায়িত্ব পালন করেছেন মিরাজ। এবার দীর্ঘমেয়াদে ওয়ানডে দলের নেতৃত্ব পেলেন। আপাতত এক বছরের জন্য অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে এই স্পিনিং অলরাউন্ডারকে।

সারাবাংলা/এসএইচএস

মেহেদি হাসান মিরাজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর