মেসি-রোনালদো-নেইমারদের সামনে ‘হলুদ কার্ড’ ঝামেলা
৩০ জুন ২০১৮ ১৮:২১
।। স্পোর্টস ডেস্ক ।।
গ্রুপ পর্ব শেষ, এবার শুরু হচ্ছে বিশ্ব মঞ্চের বাঁচা-মরার লড়াই। শেষ ষোলোতে লড়বে বিশ্বসেরা দলগুলো, হারলেই বিদায়। তার আগে দলগুলো রয়েছে ‘হলুদ কার্ড’ ঝামেলায়। গ্রুপ পর্বে ইতোমধ্যেই অনেক খেলোয়াড় হলুদ কার্ড দেখে ফেলেছেন। তাতে, নকআউট পর্বে আর একবার হলুদ কার্ড দেখলে মিস করবেন কোয়ার্টার ফাইনাল। তাদের নিজ দেশ যদি সেমি ফাইনাল কিংবা ফাইনালে ওঠে তবে খেলতে পারবেন তারা।
চলুন দেখে নেওয়া যাক শেষ ষোলোতে কোন তারকারা হলুদ কার্ড এড়াতে চাইবেন:
আর্জেন্টিনা: গাব্রিয়েল মার্কাদো, নিকোলাস ওতামেন্দি, মার্কোস আকুনা, এভার বানেগা, হাভিয়ের মাশ্চেরানো, লিওনেল মেসি।
ব্রাজিল: ক্যাসেমিরো, ফিলিপ কুতিনহো, নেইমার।
বেলজিয়াম: থমাস মুনিয়ের, জান ভার্তোগেন।
কলম্বিয়া: জেমস রদ্রিগেজ।
ক্রোয়েশিয়া: মারিও মান্দজুকিচ, ইভান রেকিটিচ, সিমে ভারসালজিকো, টিন জেদভাজ, মার্কো প্যাজকা।
ডেনমার্ক: থমাস ডিলেনি।
ইংল্যান্ড: কাইল ওয়েলকার।
ফ্রান্স: ব্লেইসিস মাতুইদি, পল পগবা, কোরিনতিন তোলিসো।
জাপান: তাকাশি ইনুই।
মেক্সিকো: হেক্টর হেরেরা, জেসাস গালার্দো।
পর্তুগাল: ক্রিস্টিয়ানো রোনালদো, ব্রুনো ফার্নান্দেজ, আদ্রিয়েন সিলভা, রিকার্ডো কোরেসমা, রাফায়েল গুয়েরেইরো।
রাশিয়া: আলেকজান্ডার গোলোভিন, ফাইদোর স্মোলোভ।
স্পেন: সার্জিও বুসকেটস।
উরুগুয়ে: রদ্রিগো বেনতারকার।
সারাবাংলা/এমআরপি