Tuesday 15 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেড়শ ছাড়িয়ে মুশফিক, গলে বাংলাদেশের দাপট চলছেই

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৮ জুন ২০২৫ ১৪:২৮ | আপডেট: ১৮ জুন ২০২৫ ১৬:০৯

শ্রীলংকার বিপক্ষে গল টেস্টের শুরুতে বিপদে পড়লেও অনেক আগেই বিপদ সামলে নিয়েছে বাংলাদেশি। গতকাল টেস্টের প্রথম ঘণ্টার কথা বাদ দিলে গলে বাংলাদেশের দাপট চলছেই। গতকাল সেঞ্চুরি করেছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম। মুশফিক সেঞ্চুরিটাকে দেড়শর ওপারে নিয়েছেন। রান উৎসবে যোগ দিয়েছেন লিটন দাসও।

এই প্রতিবেদন লেখার সময় বৃষ্টির কারণে খেলা বন্ধ। তার আগে বাংলাদেশের স্কোর ৪ উইকেটে ৪২৩। মুশফিকুর রহিম ১৫৯ রানে অপরাজিত। তার সঙ্গে ৬১ রানে অপরাজিত লিটন দাস। গতকাল ৩ উইকেটে ২৯২ রান নিয়ে প্রথম দিনের খেলা শেষ করেছিল বাংলাদেশ।

আজ বুধবার (১৮ জুন) গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ সকাল সকাল নাজমুল হোসেন শান্তকে হারিয়েছে বাংলাদেশ। আগের দিন ১৩৬ রানে অপরাজিত ছিলেন শান্ত, মুশফিক অপরাজিত ছিলেন ১০৫ রান করে। আজ আর ১২ রান যোগ করেই ফিরেছেন শান্ত।

বিজ্ঞাপন

অভিষিক্ত আশিথা ফার্নান্দোর বলে মিড-অফে ক্যাচ দেওয়ার আগে ২৭৯ বল খেলে ১৫টি চার ১টি ছয়ে ১৪৮ রান করেছেন শান্ত। এরপর মুশফিকুর রহিমের সঙ্গে জুটি বাঁধেন লিটন দাস। এই দুজনের ব্যাটে বাংলাদেশের ইনিংস যেভাবে এগুচ্ছিল ঠিক যেন সেভাবেই এগুচ্ছে।

লিটন দ্রুত রান তুলছেন। আর মুশফিকুর রহিম নিজের সাবলীল ব্যাটিং অব্যাহত রেখেছেন। বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার সময় ৩২৫ বল খেলে ১৫৯ রানে অপরাজিত মুশফিক। ইনিংসে চার হাঁকিয়েছেন ৯টি। আর লিটন ৮৪ বলে ৬টি চার ১টি ছয়ে ৬১ রানে অপরাজিত।

সারাবাংলা/এসএইচএস

বাংলাদেশ-শ্রীলংকা সিরিজ মুশফিকুর রহিম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর