Sunday 12 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গল টেস্ট: পাঁচশর অপেক্ষায় থেকে দ্বিতীয় দিন শেষ করল বাংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৮ জুন ২০২৫ ১৮:৪২ | আপডেট: ১৮ জুন ২০২৫ ২১:৩৩

মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত ও লিটন দাস যেভাবে ব্যাট করছিলেন তাতে মনে হচ্ছিল শ্রীলংকার বিপক্ষে গল টেস্টে পাঁচশ পেরিয়ে অনেকদূর এগিয়ে যাবে বাংলাদেশের প্রথম ইনিংস। তবে বাংলাদেশের পাঁচশ হওয়া নিয়ে এই মুহূর্তে শঙ্কা! দ্বিতীয় দিনের শেষ বিকেলে টপাটপ উইকেট হারিয়েছে বাংলাদেশ।

একটা সময় ৩ উইকেটে ৪৫৮ রানে থাকা বাংলাদেশ দ্বিতীয় দিন শেষ করেছে ৯ উইকেটে ৪৮৪ রানে। আলোকস্বল্পতার কারণে দিনের খেলা শেষ হয়েছে আগেভাগেই। দ্বিতীয় দিনের খেলা শেষ হওয়ার সময় শূন্য রানে অপরাজিত ছিলেন দুই পেসার হাসান মাহমুদ ও নাহিদ রানা। বাংলাদেশ পাঁচশর ওপারে যাবে কিনা তা নির্ভর করছে এখন এই দুজনের ওপর।

বিজ্ঞাপন

তবে পাঁচশ না হলেও বাংলাদেশ নিশ্চয় আফসোস করবে না। টেস্টের প্রথম ইনিংসে পাঁচশর আশেপাশে স্কোর বড় সন্তুষ্টিরই। আগের দিন ১৩৬ রানে অপরাজিত থাকা নাজমুল হোসেন শান্ত আজ ফিরেছন ১৪৮ রানে। ১০৫ রানে অপরাজিত থাকা মুশফিকুর রহিম ফিরেছেন ১৬৩ রানে। আর সেঞ্চুরির সম্ভবনা জাগিয়ে লিটন দাস আউট হয়েছেন ৯০ রান করে।

আজ বুধবার (১৮ জুন) গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ সকাল সকাল নাজমুল হোসেন শান্তকে হারায় বাংলাদেশ। আজ ১২ রান যোগ করেই ফিরেছেন বাংলাদেশ অধিনায়ক। অভিষিক্ত আশিথা ফার্নান্দোর বলে মিড-অফে ক্যাচ দেওয়ার আগে ২৭৯ বল খেলে ১৫টি চার ১টি ছয়ে ১৪৮ রান করেছেন শান্ত। এরপর মুশফিকুর রহিমের সঙ্গে জুটি বাঁধেন লিটন দাস। এই দুজনের ব্যাটে বাংলাদেশের ইনিংস যেভাবে এগুচ্ছিল আগের দিনের মতোই দুর্দান্তভাবে।

লিটন দ্রুত রান তুলছিলেন। আর মুশফিকুর রহিম নিজের সাবলীল ব্যাটিং অব্যাহত রেখে ডাবল সেঞ্চুরির দিকে এগুচ্ছিলেন। কিন্তু দলীয় ৪৫৮ রানের মাথায় আউট হয়েছেন দুজনই।

আসিথা ফার্নান্দোর বলে এলবিডব্লিউ হয়েছেন মুশফিক। রিভিউ নিয়েছিলেন বাংলাদেশের অভিজ্ঞ ক্রিকেটার। কিন্তু আম্পায়ার্স কলের জন্য অল্পের জন্য রক্ষা হয়নি। ৩৫০ বল খেলে মাত্র ৯টি চারের সাহায্যে ১৬৩ রান করে ফিরেছেন মুশফিক। পরের ওভারেই ফিরেছেন লিটন। স্পিনার থারিন্দু রত্নানায়েকের বল রিভার্স সুইপ করতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন লিটন। ১২৩ বল খেলে ১১টি চার ১টি ছক্কার সাহায্যে ৯০ রান করে ফিরেছেন।

লিটন-মুশফিক পরপর ফেরার পর বড় দায়িত্ব ছিল জাকের আলি অনিকের কাঁধে। সম্প্রতি সময়ে ইনিংসের শেষ দিকে নিয়মিত রান পাচ্ছিলেন জাকের। তবে আজ গলে ব্যর্থ হয়েছেন। রত্মানায়েকের বলে সরাসরি বোল্ড হওয়ার আগে ১৬ বলে করেছেন ৮ রান। খানিক বাদি জাকেরে মতো তাইজুলকেও সরাসরি বোল্ড করেছেন রত্নানায়েকে। ৪৮৩ রানে অষ্টম উইকেট হারায় বাংলাদেশ।

আলোকস্বল্পতার কারণে আগেভাগে খেলা শেষ হওয়ার আগে নাঈম হাসানকেও হারিয়েছে বাংলাদেশ। তাইজুলকে ফেরানোর পর নিজের পরের ওভারেই নাঈম হাসানকে ফেরান মিলান রত্নানায়েকে। ৩০ বলে ১১ রান করা নাঈমকে উইকেটের পেছনে ক্যাচ বানান রত্নানায়েকে। দিনের খেলা শেষ হয়েছে সেখানেই।

সারাবাংলা/এসএইচএস